
৩ জানুয়ারি দিল্লির রাই পিথোরা সাংস্কৃতিক চত্বরে এক অনন্য ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত। এখানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এক বিশেষ প্রদর্শনী, ‘দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস: রেলিকস অফ দ্য অ্যাওয়াকনড ওয়ান’।
এই প্রদর্শনীতে আপনি দেখতে পাবেন ভগবান বুদ্ধের পবিত্র ‘পিপরাওয়া’ নিদর্শন। দীর্ঘ ১০০ বছরের বেশি সময় পর এই পবিত্র নিদর্শনগুলি ভারতে ফিরিয়ে আনা হয়েছে।
এই আয়োজনে জড়িয়ে আছে আমাদের তিলোত্তমার নামও। দিল্লির ন্যাশনাল মিউজিয়ামের পাশাপাশি কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের সংগ্রহে থাকা বহু দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক সামগ্রী এখানে স্থান পাচ্ছে। ইতিহাস এবং সংস্কৃতির মেলবন্ধনে এটি এক বিরল সুযোগ। এই গোটা বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইতিহাসের অনুরাগীদের কাছে এই প্রদর্শনী আলাদা একটা মাত্রা পাবে। ভগবান বুদ্ধের আদর্শ এবং প্রাচীন ভারতের গৌরবকে এক ছাতার তলায় নিয়ে আসতেই এই উদ্যোগ। দিল্লির রাই পিথোরা কমপ্লেক্সে এই আয়োজন বিশ্ব পর্যটনের মানচিত্রেও ভারতকে নতুন জায়গা করে দেবে।
এই অনুষ্ঠান নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের উৎসাহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুদ্ধের শান্তি ও মৈত্রীর বার্তা কি বর্তমান অস্থির সময়ে আরও প্রাসঙ্গিক হয়ে উঠবে? উত্তর দেবে সময়।