LPG price hiked: মহালয়াতেই আরও মহার্ঘ হল গ্যাস, ফের বাড়ল দাম
LPG Cylinder Price: কিছুদিন আগেই নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে দাম বাড়ানো হয়।
নয়া দিল্লি: ফের বাড়ল রান্নার গ্যাসের (LPG) দাম কত। বুধবার মহালয়ার (Mahalaya) দিনেই দাম বাড়ল রান্নার গ্যাসের। গত দু মাসের মধ্যে এই নিয়ে পরপর চারবার দাম বাড়ল গ্যাসের। বুধবার থেকে সিলিন্ডার (Cylinder) প্রতি ১৫ টাকা করে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ভর্তুকিযুক্ত (Subsidised) এবং ভর্তুকি বিহীন (Non-Subsidised) উভয় ক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে।
ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ১৫ টাকা করে। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। এবার থেকে ৫ কেজির সিলিন্ডারের দাম হল ৫০২ টাকা। দিল্লিতে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকি বিহীন উভয় গ্যাসের দাম হয়ে দাঁড়াল ৮৯৯ টাকা ৫০ পয়সা। মাত্র দু মাসের মধ্যে পরপর চারবার দাম বাড়ল রান্নার গ্যাসের। এর আগে গত ১ সেপ্টেম্বর ভর্তুকিযুক্ত এবং ভর্তুকি বিহীন গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৫ টাকা করে বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে কত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ২০৫ টাকা।
কোন শহরে কত হল, রান্নার গ্যাসের দাম (১৪.২ লিটার)
দিল্লিতে দাম বেড়ে হল ৮৯৯.৫০ টাকা, মুম্বইতেও রান্নার গ্যাসের বর্ধিত দাম ৮৯৯.৫০ টাকা। গুরগাঁওতে ৮৯৩ টাকা ৫০ পয়সা, বেঙ্গালুরুতে ৮৮৭ টাকা ৫০ পয়সা, চন্ডীগড়ে ৮৯৪ টাকা ৫০ পয়সা, জয়পুরে ৮৮৮ টাকা ৫০ পয়সা, পাটনায় ৯৭৪ টাকা ৫০ পয়সা, কলকাতায় ৯১১ টাকা ৫০ পয়সা, চেন্নাইতে ৯০০ টাকা ৫০ পয়সা, নয়ডায় ৮৮২ টাকা ৫০ পয়সা, ভুবনেশ্বর ৮৮৬ টাকা ৫০ পয়সা, হায়দরাবাদে ৯৩৭ টাকা ৫০ পয়সা, লখনউতে ৯২২ টাকা ৫০ পয়সা দাম হল।
কিছুদিল আগেই বেড়েছে বাণিজ্য়িক এলপিজি সিলিন্ডারের দাম। ১৯ কেজির যে বাণিজ্যিক গ্য়াস সিলিন্ডার রয়েছে, গত ১ অক্টোবর থেকে তার দাম বেড়ে হয় ১৮০৫ টাকা ৫০ পয়সা। ১৯ কেজির পাশাপাশি ৫ কেজি, ৪৭ কেজির সিলিন্ডারেরও দাম বাড়ে। সংস্থার তরফে জানানো হয়েছে, ৫ কেজির এফটিএল সিলিন্ডারুের নতুন সংযোগ নিতে গেলে এখন খরচ করতে হয় ১৪৪৬.৫০ টাকা। রিফিল সিলিন্ডারের জন্য ৫০২ টাকা ৫০ পয়সা খরচ পড়ে। ফ্রি ট্রেড এলপিজির পিওএস সিলিন্ডারের নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে ১৪৬৪ টাকা লাগে। রিফিল সিলিন্ডারের ক্ষেত্রে সেই খরচই পড়ে ৫২০ টাকা।
আরও পড়ুন: Mahalaya 2021: বন্যার সৌজন্যে এবার দুয়ারে ‘গঙ্গা’, বাড়ির উঠোনেই তাই পিতৃ তর্পণ