Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Army vice chief Appointment: সিডিএস পদ নিয়ে জল্পনার মাঝেই নিয়োগ সেনার ভাইস চিফ

Vice Chief of Army : মঙ্গলবার নিয়োগ করা হল ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফকে। আজ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে সেনাবাহিনীর ভাইস চিফের দায়িত্ব গ্রহণ করেছেন।

Army vice chief Appointment: সিডিএস পদ নিয়ে জল্পনার মাঝেই নিয়োগ সেনার ভাইস চিফ
ছবি সৌজন্য়ে : ANI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 7:27 PM

নয়া দিল্লি : মঙ্গলবার নিয়োগ করা হল ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফকে। আজ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে সেনাবাহিনীর ভাইস চিফের দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার এই পদ থেকে অবসর নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সিপি মোহান্তি। তাঁকে প্রতিস্থাপন করেই এই দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। আজ একটি বিবৃতি দিয়ে সেনাবাহিনীর তরফে এই বিষয়টি জানানো হয়েছে। ভাইস চিফের দায়িত্ব নেওয়ার আগে পাণ্ডে কলকাতাভিত্তিক পূর্ব কমান্ডের প্রধান দফতরের প্রধান ছিলেন।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র হলেন পাণ্ডে। তিনি ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অফ ইঞ্জিনিয়ার্সে অন্তর্ভুক্ত হন। লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পল্লানওয়ালা সেক্টরে অপারেশন পরাক্রমের সময় একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছেন। ২০০১ সালের ডিসেম্বরে সংসদে সন্ত্রাসী হামলা ভারত ও পাকিস্তানকে যুদ্ধের কেন্দ্রে নিয়ে আসে। এরপরই শুরু হয় অপারেশন পরাক্রম। এই অপারেশন পরাক্রমে পশ্চিম সীমান্তে সৈন্য ও অস্ত্র একত্রিত করা হয়েছিল।

মনোজ পাণ্ডের ৩৯ বছরের সামরিক কর্মজীবন। এই ৩৯ বছরে লেফটেন্যান্ট জেনারেল পাণ্ডে ওয়েস্টার্ন থিয়েটারে একটি ইঞ্জিনিয়ার ব্রিগেড, নিয়ন্ত্রণরেখা বরাবর ইনফ্যান্ট্রি ব্রিগেড, লাদাখ সেক্টরে একটি পর্বত বিভাগ এবং উত্তর-পূর্বে একটি কর্পস কমান্ড করেছেন। ইস্টার্ন কমান্ডের দায়িত্ব নেওয়ার আগে তিনি আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফ ছিলেন।

আরও পড়ুন : Budget 2022: ভুল সংশোধন করার জন্য মিলবে ২ বছরের সময়, আয়কর নিয়ে কী কী ঘোষণা হল নির্মলার বাজেটে?

প্রসঙ্গত,সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এই বছর ৩০ এপ্রিল অবসর নিতে চলেছেন। অনেকেই মনে করছেন চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ার পদপ্রার্থীদের তালিকায় তিনি অগ্রণী। মনে করা হচ্ছে, নারাভানে অবসর নিলে তাঁর জায়গা নিতে পারেন লেফটেন্যান্ট পাণ্ডে। নারাভানের অবসরের পর পাণ্ডে হবেন সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র অফিসার। এবং সেনাপ্রধানের পদের জন্য তিনি একজন শীর্ষ প্রতিযোগী হবেন। উল্লেখ্য, তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষা বাহিনীর প্রধান (Chief of Defense Staff) জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর এখনও অবধি ফাঁকা রয়েছে সিডিএস এর পদ। সিডিএস পদের দায়িত্ব সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকও দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছিল। তবে সেই দায়িত্ব এখনও হস্তান্তর হয়নি। এই আবহে সেনাবাহিনীর ভাইস চিফকে নিয়োগ করা হল।

আরও পড়ুন : PM Narendra Modi : বাজেটের মাঝেই এক কোটি ছুঁল মোদীর ইউটিউব সাবস্ক্রাইবার , বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষে নমো