লখনউ: যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল কাপড়ের দোকানের মালিকের বিরুদ্ধে। শুধু ধর্ষণ নয়, ওই যুবতীর আপত্তিকর ছবি-ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই ছবি-ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করে দিনের পর দিন তাঁকে অভিযুক্ত ধর্ষণ করেছে বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। প্রায় বছর খানেক ধরে এই অত্যাচার চলার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই যুবতী। এর পরই পুলিশের দ্বারস্থ হন তিনি। গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন থানায়। অভিযোগ পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়েরের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউতে।
ধর্ষণে অভিযুক্তের কাপড়ের দোকান রয়েছে লখনউয়ে। ২৩ বছরের ওই যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় যুবতীর। ২০২১ সালে আলাপ হওয়ার পর যুবককে ওই নির্যাতিতা জানিয়েছিলেন তিনি কাজ খুঁজছেন। তখন ওই যুবক জানিয়েছেন, তাঁর পরিচিত একটি কাপড়ের দোকানে সেলসগার্ল নেওয়া হবে। তখন অভিযুক্তের দোকানে কাজ শুরু করেন নির্যাতিতা। সে সময়ই তাঁকে ধর্ষণ করা হয় এবং সে সময়ের ছবি-ভিডিয়ো তুলে রাখা হয় বলে অভিযোগ। সেই ভিডিয়ো দেখিয়েই দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে যুবতীকে।
এই অত্যাচার সহ্য করতে না পেরে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ওই দোকানের কাজ ছেড়ে দেন ওই যুবতী। কিন্তু তাতেও অভিযুক্তের নিগ্রহের হাত থেকে তিনি রেহাই পাননি। কাজ ছেড়ে দিলেও ২০২২ সালের নভেম্বর মাসে ওই যুবতীর বাড়িতে গিয়ে অভিযুক্ত হুমকি দেয় এবং তাঁকে কাজে যোগ দিতে জোর করেন। তখন কাজে এলে ফের তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সম্প্রতি অটো করে যাচ্ছিলেন ওই যুবতী। রাস্তায় পথ আটকে যুবতীকে তাঁর আপত্তিকর অবস্থার ভিডিয়ো দেখায় অভিযুক্ত। সেই ভিডিয়ো ভাইরাল করার হুমকি দেয়।
দিনের পর দিন এই মানসিক এবং শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন নির্যাতিতা যুবতী। লখনউয়ের আশিয়ানা থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন ওই থানার তদন্তকারী অফিসার।