লখনউ: প্রেমে হাবুডুবু খাচ্ছেন যুগল। নিজেদের ভালবাসা হাজির করতে কোনও খামতি রাখেন না তাই। তা বলে খোলা রাস্তাতে সকলের সামনেই শুরু করে দেবেন রোম্যান্স! চলন্ত বাইকে এক যুগলের ঘনিষ্ঠ হওয়ার ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। বিদেশে নয়, উত্তর প্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের ভিড়ে ভরা রাস্তাতেই এক যুবক-যুবতীর প্রেম ও ঘনিষ্ঠ হওয়ার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, যুবতী পিছনে নয়, যুবকের সামনে উল্টোদিক ঘুরে বসে রয়েছেন। তার মুখ স্কুটি চালকের দিকে করা। স্কুটি চালাতে চালাতেই কখনও যুবককে জড়িয়ে ধরছেন যুবতী, কখনও আবার গালে-ঠোটে একে দিচ্ছেন চুমু। এই ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ নড়েচড়ে বসেছে। ওই যুগলের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে লখনউয়ের হজ়রতগঞ্জে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক স্কুটি চালাচ্ছেন। তাঁর কোলে জড়িয়ে বসে রয়েছেন এক যুবতী। হাত-পা দিয়ে আঁকড়ে ধরে রেখেছিলেন যুবককে। ওই অবস্থাতেই জোরে স্কুটি চালাচ্ছেন যুবক, ভালবাসার প্রমাণ হিসাবে ওই যুবতী কখনও তাঁকে জড়িয়ে চুমু খাচ্ছেন, কখনও আবার যুবকের কাঁধে মাথা রাখছেন।
चलती स्कूटी में बीच सड़क इश्क़ का खुल्लम खु्ल्ला इज़हार।
– वीडियो लखनऊ हज़रतगंज का बताया जा रहा है। pic.twitter.com/65aLWkMPdd
— Shubhankar Mishra (@shubhankrmishra) January 17, 2023
চলন্ত স্কুটিতে এই ‘রোম্যান্সে’র ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে লখনউ পুলিশ। লখনউ সেন্ট্রাল জ়োনের পুলিশের ডেপুটি কমিশনার অপর্ণা রজত কৌশিক জানান, সোশ্যাল মি়ডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই খতিয়ে দেখা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, ঘটনাটি হজরতগঞ্জে ঘটেছে। অভিযুক্ত ওই যুগলকে ধরার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মোটর ভেহিকেলস আইন ও প্রকাশ্যে অশালীন আচরণের জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের শনাক্ত করার জন্য।