
ভোপাল: হাইওয়ে দিয়ে সাই সাই করে ছুটছে গাড়ি। রাস্তার ধারে দাঁড়ানো একটা গাড়ি। আর তার বাইরেই চলছে ভয়ঙ্কর খেলা। হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে, রাস্তায় নেমে এক মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেন এক স্থানীয় বিজেপি নেতা। লোকজনের নজরে আসতেই ছিঃ ছিঃ রব উঠল। পুলিশের হাতেও ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ এসেছে, যেখানে বিজেপি নেতার কর্মকাণ্ড ধরা পড়েছে।
ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের মান্দাসর জেলায়। অভিযুক্তের নাম মনোহরলাল ধকড়। তিনি উজ্জয়িনীর ধকড় মহাসভার জাতীয় সম্পাদক ছিলেন। তাঁর স্ত্রীও জেলা স্তরের বিজেপি নেত্রী। নির্বাচিত গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েতের সদস্যও তিনি।
গত ১৩ মে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপরেই গাড়ি থামিয়ে ওই নেতা এক যুবতীর সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হন। রাস্তার মাঝেই গাড়ি দাঁড় করিয়ে নেমে এমন কাজ, কোনও রাখঢাকও করেননি তিনি। আশপাশ দিয়ে যাওয়া গাড়ির যাত্রীরাও নেতার কাণ্ড দেখতে পান। এদিকে, হাইওয়ের সিসিটিভি ক্যামেরাতেও নেতার কীর্তি ধরা পড়ে। বিষয়টি জানাজানি হতেই এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
मध्य प्रदेश में भाजपा के एक नेता जी कार से दिल्ली-मुंबई एक्सप्रेस-वे पर जा रहे थे। बीच हाइवे पर ही कार रोक दी, किसी महिला के साथ नग्न अवस्था में नीचे उतरे और हाइवे पर ही शुरू हो गए।
सारी घटना हाइवे पर लगे कैमरे में रिकॉर्ड हो गई। अब वीडियो वायरल हो रहा है। नवभारत टाइम्स ने लिखा… pic.twitter.com/La8ES4mhyq
— Krishna Kant (@kkjourno) May 23, 2025
মধ্য প্রদেশ পুলিশের তথ্য অনুযায়ী, সাদা রঙের ওই গাড়িটি ধকড়ের নামেই রেজিস্টার করা। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ধকড় ও তাঁর সঙ্গে থাকা সঙ্গীর বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতার ২৯৬, ২৮৬ ও ৩(৫) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় যৌন ক্রিয়ার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই উধাও ওই নেতা। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চলছে। ধকড় মহাসমাজ থেকে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বিজেপিও জানিয়েছে, মনোহরলাল বিজেপির সদস্য নন। তাঁর স্ত্রী পঞ্চায়েত পদে রয়েছেন, মনোহরের সঙ্গে কোনও সম্পর্ক নেই। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত একাধিক ছবিতে মনোহরের গলায় বিজেপির উত্তরীয় দেখা গিয়েছে।