নয়াদিল্লি: সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তিন রাজ্যেই জয় পেয়েছে বিজেপি। বিজেপি জয়ী হওয়া সেই তিন রাজ্য পেয়েছে নতুন মুখ্যমন্ত্রী। ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী এই প্রথম বার মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছে। তবে তাঁরা প্রত্যেকেই দীর্ঘদিনের বিজেপি নেতা। কিন্তু এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে কে সবথেকে ধনী জানেন?
কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর বিজেপি ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী করেছে বিষ্ণু দেও সাইকে। মধ্য প্রদেশে অবসান হয়েছে শিবরাজ জমানার। তাঁর জায়গায় বিজেপি মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছে উজ্জয়ীনির বিধায়ক মোহন যাদবকে। অপর দিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন ভজনলাল শর্মা। বিজেপির এই তিন মুখ্যমন্ত্রীই কোটিপতি। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা করে। কিন্তু এই তিন জনের মধ্যে কে সবথেকে বেশি সম্পত্তির মালিক জানেন?
ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও ৪ বারের সাংসদ, ২ বারের বিধায়ক। সে রাজ্যে বিজেপির প্রাক্তন প্রধানও ছিলেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যেই শপথ নিয়েছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হিসাবে। ছত্তীসগঢ়ের এই আদিবাসী নেতা নির্বাচনী বন্ডে জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮০ লক্ষ ৮১ হাজার ৫৫০ টাকা। নির্বাচনী বন্ডে তিনি বিস্তারিত জানিয়েছেন, তাঁর কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। বাড়িতে কত নগদ রয়েছে, কত টাকার গয়না হয়েছে। নিজের জমি-জায়গার পরিমাণ জানিয়েছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী।
গেহলট সরকারের পতনের পর রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন ভজনলাল শর্মা। নির্বাচনী বন্ডে ভজনলাল জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ৬৬৬ টাকা। কোন কোন খাতে কত সম্পত্তি তাও জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।
তবে সম্পত্তির নিরিখে রাজস্থান এবং ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীকে পিছনে ফেলেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯ কোটি ৯২ লক্ষ ৮১ হাজার ৭৬৩ টাকা। অতীতে মধ্য প্রদেশের প্রদেশের শিক্ষামন্ত্রীর পদেও ছিলেন তিনি। এই সব সময় কালে বিভিন্ন ক্ষেত্রে বিপুল লগ্নি করেছেন মোহন। তিন মুখ্যমন্ত্রীর মধ্যে সবথেকে ধনী তিনিই।