ভোপাল: সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর। এবার থেকে বন্ধ হতে চলেছে মদের বার ও ঠেক (Shop Bar)। রাজ্যে মদ্যপান কমাতেই এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। রবিবারই এই সংক্রান্ত নতুন আবগারি নীতি(New Excise Policy) পাশ করানো হয় মধ্য প্রদেশে (Madhya Pradesh)। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ক্যাবিনেট বৈঠকে নতুন আবগারি নীতি গ্রহণ করা হয়েছে। এই নতুন নীতির অধীনে মদের বার ও আহাতাস অর্থাৎ মদের দোকানের পাশেই মদ্য়পানের জন্য় যে জায়গা থাকে, তা বন্ধ করে দেওয়া হবে।
মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, “রাজ্যে যাতে মদ্যপানের হার কমানো যায়, তার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই কারণে রাজ্যে ২০১০ সালের পর থেকে একটিও নতুন মদের দোকান খোলা হয়নি। নর্মদা সেবা যাত্রা চলাকালীনও রাজ্যের ৬৪টি মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এই নতুন আবগারি নীতি এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে মদ্যপান কমানো যায়।”
রবিবার মধ্য প্রদেশের ক্যাবিনেট বৈঠকের পরই এই নতুন আবগারি নীতি গ্রহণের কথা ঘোষণা করা হয়। রাজ্য মন্ত্রী নরোত্তম মিশ্র জানান, নতুন আবগারি নীতি অনুযায়ী রাজ্যের সমস্ত আহাতাস (মদের ঠেক) ও শপ বার বন্ধ করে দেওয়া হবে। এবার থেকে শুধুমাত্র দোকানেই মদ বিক্রি হবে। মদ খাওয়ার জন্য কোনও জায়গা থাকবে না।