‘নেক্সট রাজা রঘুবংশী হয়ে যাব, প্লিজ বাঁচান…’, পুলিশের পায়ে পড়ার জোগাড় যুবকের, কী ঘটেছে আসলে?

Bizarre: তাঁর বক্তব্য, ইন্সটাগ্রামে এক যুবতীর সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। পরে বন্ধুত্ব গভীর হয়। এরপরই যুবতী বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। তবে ওই যুবতী ইতিমধ্যেই বিবাহিত।

নেক্সট রাজা রঘুবংশী হয়ে যাব, প্লিজ বাঁচান..., পুলিশের পায়ে পড়ার জোগাড় যুবকের, কী ঘটেছে আসলে?
পরবর্তী রাজা রঘুবংশী হওয়ার আশঙ্কা যুবকের।Image Credit source: TV9 ভারতবর্ষ

|

Jun 14, 2025 | 6:17 PM

ভোপাল: মেঘালয়ে হানিমুনে মার্ডার! রাজা রঘুবংশীর মর্মান্তিক পরিণতির পর আতঙ্কে অনেকেই। এই ঘটনার সাপেক্ষেই এবার পুলিশের কাছেই অদ্ভুত আর্জি  এল। পুলিশের কাছে এক যুবকের কাতর আর্জি, আমায় প্লিজ বাঁচান, নাহলে আমি পরবর্তী রাজা রঘুবংশী হয়ে যাব।

মধ্য প্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীর বিয়ে হয়েছিল সোনমের সঙ্গে। হানিমুনে সোনমই মেঘালয়ে নিয়ে যায়। সেখানে সুপারি কিলার দিয়ে খুন করায় রাজা রঘুবংশীকে। খুনের প্ল্যান করতে সাহায্য করেছিল প্রেমিক রাজ কুশওয়াহা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। যুগলরাও আতঙ্কে রয়েছে নিজেদের সঙ্গীকে নিয়ে।

এর মধ্যেই মধ্য প্রদেশের ছত্রপুর জেলায় নওগাঁওয়ের বাসিন্দা বিকাশ পাতেরিয়া পুলিশ সুপারের অফিসে গিয়ে নিজের সুরক্ষার আর্জি জানান। তাঁর বক্তব্য, ইন্সটাগ্রামে এক যুবতীর সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। পরে বন্ধুত্ব গভীর হয়। এরপরই যুবতী বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। তবে ওই যুবতী ইতিমধ্যেই বিবাহিত। বিকাশ ওরফে লাকির দাবি, “এটা যুবতীর ব্যবসা। যুবকদের সঙ্গে আলাপ করে তাদের ফাঁদে ফেলে এবং ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে।”

এদিকে, গোটা ঘটনায় নতুন মোড় আসে যখন ওই যুবতী, যিনি একজন ইউটিউবার, তিনিও এসপি অফিসে অভিযোগ করেন। যুবতীর দাবি, লাকি তাঁকে মন্দিরে বিয়ে করেছিল। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। এখন তাঁকে গ্রহণ করতে অস্বীকার করছে।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নওগাঁ থানার ইনচার্জ সতীশ সিং জানিয়েছেন, যুবতীর বিরুদ্ধে এর আগেও ব্ল্যাকমেইলের অভিযোগ আনা হয়েছিল। সেই মামলা তদন্তাধীন। নতুন করে এই অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।