বাড়িতেই জমে উঠেছিল প্রেম, স্বামী-সন্তানকে ছেড়ে ননদের হাত ধরে পালাল বউদি! হতভম্ব সবাই

Bizarre Story: গত ১২ অগস্ট সন্ধ্যা নিখোঁজ হয়ে যান। পুলিশে খবর দেওয়া হয়। সেদিনই তাকে জবলপুর রেলস্টেশন থেকে পাওয়া যায়। আবার বাড়ি ফিরে আসেন সন্ধ্যা। তবে কয়েকদিনের জন্য। ২২ অগস্ট তিনি ফের নিখোঁজ হয়ে যান। এবার রেখে যান ফোনও, যাতে কেউ তাঁর হদিশ না পায়।  

বাড়িতেই জমে উঠেছিল প্রেম, স্বামী-সন্তানকে ছেড়ে ননদের হাত ধরে পালাল বউদি! হতভম্ব সবাই
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Sep 28, 2025 | 9:16 AM

ভোপাল: বিয়ে করে বাড়িতে এনেছিলেন স্ত্রীকে। ভালই চলছিল সংসার। সন্তানও বেড়ে উঠছিল মা-বাবার যত্নে।  কিন্তু হঠাৎ একদিন সবকিছু ওলটপালট হয়ে গেল। স্বামী-সন্তানকে ছেড়ে বাড়ি থেকে পালিয়ে গেলেন স্ত্রী। তাও কোনও পরপুরুষের সঙ্গে নয়, বরং নিজের ননদের সঙ্গেই। গোটা ঘটনায় স্তম্ভিত স্বামী। কী

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের জবলপুরে। সেখানের অমরপাতান এলাকার বাসিন্দা আশুতোষ। ৭ বছর আগে তাঁর বিয়ে হয় সন্ধ্যা নামক এক যুবতীর সঙ্গে। সুখে সংসার চলছিল, তাদের পাঁচ বছরের সন্তানও রয়েছে। আশুতোষের খুড়তুতো বোন মানসীর নিয়মিত যাতায়াত ছিল তাদের বাড়িতে। ননদ-বৌদির খুব ভাল বন্ধুত্ব ছিল, তারা একসঙ্গে কেনাকাটা করতে, ঘুরতে যেত। স্বাভাবিকভাবেই এই সম্পর্ক নিয়ে কারোর সন্দেহ হয়নি।

হঠাতই, গত ১২ অগস্ট সন্ধ্যা নিখোঁজ হয়ে যান। পুলিশে খবর দেওয়া হয়। সেদিনই তাকে জবলপুর রেলস্টেশন থেকে পাওয়া যায়। আবার বাড়ি ফিরে আসেন সন্ধ্যা। তবে কয়েকদিনের জন্য। ২২ অগস্ট তিনি ফের নিখোঁজ হয়ে যান। এবার রেখে যান ফোনও, যাতে কেউ তাঁর হদিশ না পায়।

দীর্ঘদিন কেটে যাওয়ার পরও স্ত্রীর কোনও হদিস না পাওয়াতেই একদিন আশুতোষ সন্ধ্যার মোবাইল ঘাঁটতে শুরু করেন, আর তাতেই যা দেখেন, চমকে ওঠেন রীতিমতো। হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে জানতে পারেন স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তাও আবার ননদ মানসীর সঙ্গেই।  এরপরই খোঁজখবর নিয়ে জানতে পারেন যে মানসীও ওই সময় থেকেই নিখোঁজ। দুয়ে দুয়ে চার করতে আর সময় লাগেনি। পুলিশ এখনও দুইজনের খোঁজ করছে।