ঘাড় ধরে সই করানো হচ্ছে প্রার্থীদের, ভোটের ফলের আগেই কোন সিঁদুরে মেঘ দেখছে উদ্ধব-শরদরা?

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 23, 2024 | 11:06 AM

Maharashtra Assembly Election 2024: ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২০০ আসনেই এগিয়ে তারা। এদিকে, ভোটে পিছিয়ে পড়তেই বড় পদক্ষেপ মহা বিকাশ আগাড়ি।

ঘাড় ধরে সই করানো হচ্ছে প্রার্থীদের, ভোটের ফলের আগেই কোন সিঁদুরে মেঘ দেখছে উদ্ধব-শরদরা?
চিন্তায় উদ্ধব ঠাকরে-শরদ পওয়ার।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: মহারাষ্ট্রে মহারণ। হাড্ডাহাড্ডি লড়াই চলছে মহাযুতি বনাম মহা বিকাশ আগাড়ির। প্রাথমিক গণনাতেই ঝড় তুলছে মহাযুতি। সংখ্যাগরিষ্ঠতা পার করেছে তারা। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২০০ আসনেই এগিয়ে তারা। এদিকে, ভোটে পিছিয়ে পড়তেই বড় পদক্ষেপ মহা বিকাশ আগাড়ি। ১৬০ জনেরও বেশি প্রার্থীর কাছ থেকেই লিখিয়ে নেওয়া হল লেটার অব সাপোর্ট। বেশ কয়েকজন নির্দল প্রার্থীর থেকেও সমর্থন পত্র জোগাড় করা হয়েছে। কী লেখা আছে এই চিঠিতে?

জানা গিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের আগেই মহা বিকাশ আগাড়ি তাদের প্রার্থীদের কাছ থেকে লেটার অব সাপোর্টে সই করিয়ে নিয়েছে। সেই কাগজে লেখা, নির্বাচিত হলে, সরকারকে সমর্থন জানাবে তারা। সূত্রের খবর, নির্বাচনের ফল প্রকাশের পর এই লেটার অব সাপোর্ট রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে।

মহা বিকাশ আগাড়ির নেতাদের কথায়, এটা সাধারণ রীতি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতের অভিজ্ঞতা থেকেই সতর্ক হয়েছে আগাড়ি জোট। যেভাবে শিবসেনা ও এনসিপি-কে ভেঙে বিদ্রোহী গোষ্ঠী বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছে, তাতে আর ঝুঁকি নিতে রাজি নয় আগাড়ি জোট। এবার যদি তারা সরকার গড়তে পারে, তবে নির্বাচিত বিধায়করা যাতে দল ভেঙে অন্য কোনও দলে যোগ দিতে না পারে, তার জন্যই এই কাগজে স্বাক্ষর।

এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১০১টি আসনে প্রার্থী দিয়েছে। শিবসেনা (ইউবিটি) ৯৫টি আসনে, এনসিপি (শরদ পওয়ার) ৮৬টি আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে, মহাযুতিতে বিজেপি ১৪৯টি আসনে প্রার্থী দিয়েছিল। শিবসেনা ৮১টি আসনে, অজিত পওয়ারের এনসিপি ৫৯টি আসনে প্রার্থী দিয়েছিল।

Next Article
Priyanka Gandhi: প্রথম পরীক্ষাতেই ফুল মার্কস প্রিয়ঙ্কার? ৬০,০০০-রও বেশি ভোটে এগিয়ে ওয়েনাডে
Devendra Fadnavis: একঘরে একনাথ, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হবেন ফড়ণবীসই? জোরাল হচ্ছে দাবি