মুম্বই: করোনা থেকে বাঁচার একমাত্র দাওয়াই টিকাকরণ। সেই কাজেই রাজ্যকে যথাসম্ভব সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া, এমনটাউ জানানো হল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কার্যালয়ের তরফে।
শনিবার মুখ্যমন্ত্রীর দফতরের তরফে টুইট করে বলা হয়, “মহারাষ্ট্রে দ্রুত টিকাকরণের কাজে সাহায্য করতে মুখ্যমন্ত্রী উদ্ধব বালাসাহেব ঠাকরেকে যথা সম্ভব সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদার পুনাওয়ালা।”
একইসঙ্গে ভারতের অন্যতম প্রধান টিকা প্রস্তুতকারক সংস্থার প্রশংসা করে বলা হয়, “আমাদের রাজ্যে সেরাম ইন্সটিটিউটের মতো বিশ্ব মানের সংস্থা থাকায় অত্যন্ত গরিবিত। করোনা থেকে রাজ্যবাসীদের সুরক্ষা দিতে আমরা আগামিদিনে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদী।”
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশের মধ্যে সবথেকে বেশি প্রভাবিত মহারাষ্ট্রই। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিদিনই ৬০ হাজারের উপরে থাকছে। শনিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ১৬০।
কেন্দ্রের তরফে টিকাকরণে গতি আনার কথা বলা হলেও মহারাষ্ট্রেই প্রথম টিকা সঙ্কট দেখা যায়। বর্তমানেও একাধিক টিকাকরণ কেন্দ্র বন্ধ রয়েছে অপর্যাপ্ত পরিমাণ করোনা টিকার জন্য। কেন্দ্রের তরফে প্রথমে ভুয়ো দাবি বলা হলেও, পরবর্তী সময়ে একাধিক রাজ্য একই অভিযোগ তোলে।
অন্যদিকে, কেন্দ্রের তরফে আগামী ১ মে থেকে ১৮ উর্ধ্ব সকলকে টিকাকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই টিকার দামে পরিবর্তন আনে সেরাম ইন্সটিটিউট। সংস্থার তরফে জানানো হয়, কেন্দ্রকে ১৫০ টাকাতেই প্রতি ডোজ় বিক্রি করলেও রাজ্যগুলির কাছে ৪০০ টাকায় ও বেসরকারি হাসপাতালগুলিতে ৬০০ টাকায় কোভিশিল্ডের প্রতি ডোজ় বিক্রি করা হবে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় মৃত ৩৫৭, দৈনিক মৃত্যুতে ফের নয়া রেকর্ড রাজধানীতে