নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে মহারাষ্ট্র। রাজ্য জুড়ে প্রায় সব নদীই ফুসছে। অধিকাংশ নদীর জলই বইছে বিপদসীমার উপর দিয়ে। একই অবস্থা মালেগাঁওয়ের গিরনা নদীর। বন্যায় ফুসতে থাকা সেই নদীতেই গিরনা ব্রিজ থেকে ঝাঁপ মেরে স্টান্ট দেখাতে গিয়েছিলেন এক ২৩ বছরের যুবক। ঝাঁপ তো মারলেন, কিন্তু আর উঠলেন না। দেখাই গেল না আর তাঁকে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও, সেই যুবকের কোনও খোঁজ এখনও মেলেনি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুঃসাহসী ওই যুবকের নাম নঈম আমিন। বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে ওই বন্যা কবলিত নদীতে ঝাঁপ মারে। তাঁর সেই স্টান্টের ভিডিয়ো অনেকেই ক্যামেরা বন্দি করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ঝাঁপ মারার মুহূর্তের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে নইমের পরণে রয়েছে, সাদা টিশার্ট এবং গাঢ় রঙের প্যান্ট। সে দাঁড়িয়ে রয়েছে গিরনা সেতুর ঠিক ধারে। নদীর জল বাড়তে বাড়তে প্রায় সেতু ছুঁয়ে ফেলেছে। নইমের স্টান্ট দেখতে সেখানে বেশ কিছু লোক ভিড়ও জমিয়েছিলেন। এক সময় সে সেতু থেকে ঝাঁপ মারেন। সেই সময় অনেককে উল্লাস প্রকাশ করে তাঁকে উৎসাহও দিতে শোনা গিয়েছে। তবে, নদীতে ঝাঁপ মারার পড়ে আর তাঁকে ভেসে উঠতে দেখা যায়নি।
मालेगाव, नाशिक : स्टंटबाजी करत तरुणाने गिरणा पुलावरुन नदीत मारली उडी; बेपत्ता तरुणाचा शोध सुरु…#Nashik #Malegaon #HeavyRain #Stunt #ViralVideo
Video Credit: Abhijeet Sonawane pic.twitter.com/zB3HgUIQEW
— Akshay Baisane (अक्षय बैसाणे) (@Baisaneakshay) July 14, 2022
মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পুনে, নাসিক, নাগপুর, পালঘর, রায়গড়, পুনে, সাতারা এবং কোলাপুর-সহ বেশ কয়েকটি জেলার জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। গত মঙ্গলবার, নাগপুর জেলার সাওন এলাকায় নন্দা গোমুখ গ্রামে সাওনার নদীর উপর একটি কালভার্ট পার করতে গিয়ে গাড়িশুদ্ধ একই পরিবারের ছয়জন ভেসে গিয়েছিলেন। ফুলে ওঠা সাওন নদী ওই কালভার্টের উপর দিয়ে বইছিল। তার উপর দিয়েই যেতে গিয়েছিল গাড়িটি। অন্যদিকে, বুধবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই শহরে ধসের জেরে মৃত্যু হয়েছিল এক ব্যক্তি এবং তাঁর শিশুকন্যার। ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হন। গোন্দিয়া জেলায় বন্যার জলে ভেসে যান আরও চারজন।
তবে শুধু মহারাষ্ট্র নয়, আবহাওয়া অফিস থেকে ভারতের পশ্চিম উপকূল, মধ্য ভারত এবং উপদ্বীপ অঞ্চলের সাতটি রাজ্যে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ২২টি নদীর উপকূল বরাবর ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে অবস্থার আরও অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গুজরাট, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, তেলঙ্গনা – প্রতিটি রাজ্যেই বিভিন্ন জেলায় অতি বৃষ্টিতে বন্যা, ধসের মতো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে।