মুম্বই: ভালবাসতেন অন্য কাউকে, কিন্তু মাথা নত করতে হয়েছিল পরিবারের চাপের কাছে। এক প্রকার জোর করেই বিয়ে দিয়ে দেওয়া হয় পরিবারের ঠিক করে দেওয়া পাত্রের সঙ্গে। কিন্তু মন কি মানে? বিয়ের দুই-চারদিনের মধ্য়েই স্বামী জানতে পারলেন, স্ত্রী ভালবাসেন অন্য কাউকে। এই পরিস্থিতিতে মনোমালিন্য, অশান্তি, বিবাহ বিচ্ছেদ, এমনকী খুনের মতো ঘটনাও ঘটতে দেখা যায়। কিন্তু কখনও শুনেছেন, স্ত্রীকে প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে সাহায্য করলেন স্বামী? অবিশ্বাস্য বলে মনে হলেও এই ঘটনারই সাক্ষী রইল মহারাষ্ট্রের বিচকিলা গ্রাম। সেখানে এক যুবতীকে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে সাহায্য করলেন যুবতীরই স্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ মে সনোজ কুমার সিংয়ের সঙ্গে বিয়ে হয় প্রিয়ঙ্কা কুমারীর। দুজনে বিচকিলা গ্রামের বাসিন্দা। কিন্তু বিয়ের কয়েকদিনের মধ্যেই সনোজ লক্ষ্য করেন, স্ত্রী প্রিয়ঙ্কা বিয়ের পর থেকেই অখুশি। কোনওকিছুতেই তাঁর মন বসে না। কোথাও সমস্যা হচ্ছে কিনা, জানতে চাইলেই প্রিয়ঙ্কা তাঁর স্বামীকে জানান যে জীতেন্দ্র নামক গ্রামেরই অপর এক যুবককে ভালবাসেন। কিন্তু ভিন জাতের হওয়ায় ওই যুবকের সঙ্গে বিয়ে দিতে নারাজ ছিল পরিবার। তাঁদের চাপেই বাধ্য হয়ে তিনি বিয়ে করেছেন সনোজকে।
বিয়েতে অখুশি প্রিয়ঙ্কা প্রেমিক জীতেন্দ্রের সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিয়ের ২০ দিনের মাথায় প্রিয়ঙ্কা জীতেন্দ্রর সঙ্গে পালিয়ে যাচ্ছিলেন, সেই সময়ই গ্রামবাসীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন এবং মানাতু পুলিশ স্টেশনে নিয়ে যান। থানা থেকে প্রিয়ঙ্কার স্বামী সনোজকে ফোন করা হলে, তিনি জানান, স্ত্রীর প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। বিয়ে করার জন্য তাঁরা যে বাড়ি ছেড়ে পালিয়েছিল, তাতেও তাঁর কোনও আপত্তি নেই। স্ত্রীর প্রেম কাহিনি শুনে তাঁকে আটকে রাখার বদলে প্রেমিকের সঙ্গে যেতে দেওয়াই শ্রেয় বলে মনে করেছেন বলে জানান সনোজ।