মুম্বই: মহারাষ্ট্রের লোকশিল্পীদের মধ্যে অন্যতম নাম হল, গৌতম পাটিল। তাঁর অনুষ্ঠান মানেই হইহুল্লোড়। গৌতমী পাটিলের নাচ দেখতে সবসময় উৎসূক হয়ে থাকে আট থেকে আশি। বুধবার রাতে মহারাষ্ট্রের মন্ত্রী আব্দুল সাত্তারের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন গৌতমী পাটিল। কিন্তু, সেই অনুষ্ঠানেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মন্ত্রী আব্দুল সাত্তার। তাঁর সেই বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে।
ঠিক কী ঘটেছিল?
মহারাষ্ট্রের সংখ্যালঘু ও মার্কেটিং মন্ত্রী আব্দুল সাত্তারে জন্মদিন উপলক্ষ্যে বুধবার রাতে ছত্রপতি সম্ভাজিনগর জেলার সিল্লোড় শহরে এক বিশেষ নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান শিল্পী ছিলেন গৌতমী পাটিল। কয়েক হাজার দর্শকের জমায়ের হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাত্তারও। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই কয়েকজন যুবকের মধ্যে গণ্ডগোল শুরু হয়। তারা হাতাহাতিতে জড়ায়। এই ঘটনাতেই ক্ষুব্ধ আব্দুল পাটিল বিতর্কিত মন্তব্য করেন। যা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে।
কী বলেছেন মন্ত্রী?
একনাথ শিন্ডের গোষ্ঠীর সদস্য আব্দুল সাত্তার প্রথমে উত্তেজিত যুবকদের শান্ত হওয়ার আবেদন জানান। কিন্তু, তারপরেও পরিস্থিতি স্বাভাবিক না হলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এরপর মঞ্চে উঠে মন্ত্রী ওই যুবকদের মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার নির্দেশ দেন পুলিশকে। এছাড়া ওই যুবকদের বংশ নিয়ে প্রশ্ন তুলে অশ্লীল মন্তব্য করেন আব্দুল সাত্তার।
আব্দুল সাত্তারের এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। ওই ধরনের অশ্লীল মন্তব্যের মধ্য দিয়ে আব্দুল সাত্তার তাঁর অপসংস্কৃতির পরিচয় দিয়েছেন বলে কটাক্ষ করেছেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা আম্বাদাস দানভে।
প্রসঙ্গত, আব্দুল সাত্তারের বিতর্কিত মন্তব্য এটাই অবশ্য প্রথম নয়। এর আগে মুম্বইয়ে দশেরা জমায়েত থেকে শুরু করে এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের সমালোচনা করতে গিয়েও বিতর্কিত মন্তব্য করেন সাত্তার।