Minister resigns: পঞ্চায়েত প্রধান খুনে ‘মাস্টারমাইন্ড’ ঘনিষ্ঠ সহযোগী, পদত্যাগ মন্ত্রীর
Maharashtra Minister resigns: জানা গিয়েছে, ধনঞ্জয় মুন্ডের ইস্তফা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে বৈঠক করেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তারপর অজিত পাওয়ার বৈঠক করেন ধনঞ্জয়ের সঙ্গে।

মুম্বই: এক পঞ্চায়েত প্রধানকে খুনের ঘটনায় বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি। ওই ঘটনায় নাম জড়ায় মহারাষ্ট্রের এক মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীর। অবশেষে ধনঞ্জয় মুন্ডে নামে ওই মন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের কাছে নিজের পদত্যাগপত্র পাঠালেন। তবে নিজের পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ব্যক্তিগত সচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর অফিসে পদত্যাগপত্র পাঠান ধনঞ্জয় মুন্ডে। খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন এনসিপি এই বিধায়ক। ধনঞ্জয় মুন্ডের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য পদত্যাগপত্র রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে বীড জেলায় সন্তোষ দেশমুখ নামে এক পঞ্চায়েত প্রধান খুন হন। সেই খুনে নাম জড়ায় ধনঞ্জয় মুন্ডের ঘনিষ্ঠ সহযোগী বাল্মীক কারাডের। বাল্মীক এই খুনের মাস্টারমাইন্ড বলে অভিযোগ ওঠে। ধনঞ্জয় বীডের পারলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক।
মন্ত্রী পদে ইস্তফা দিয়ে এক্স হ্যান্ডলে ধনঞ্জয় লেখেন, “পঞ্চায়েত প্রধান খুনে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে আমি প্রথমদিন থেকেই সরব হয়েছি।” এরপরই নিজের ইস্তফার কারণ জানিয়ে তিনি লেখেন, “গত কয়েকদিন ধরে আমার শরীর ভাল নেই। চিকিৎসকরা কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন। শারীরিক অসুস্থতার কারণেই আমি ইস্তফা দিয়েছি।”
জানা গিয়েছে, ধনঞ্জয় মুন্ডের ইস্তফা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে বৈঠক করেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তারপর অজিত পাওয়ার বৈঠক করেন ধনঞ্জয়ের সঙ্গে। ধনঞ্জয় অজিত পাওয়ারের দলেরই বিধায়ক। সূত্রের খবর, দলের সুপ্রিমোর সঙ্গে বৈঠকের পরই ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেন ধনঞ্জয়।
ধনঞ্জয়ের ইস্তফা নিয়ে মহারাষ্ট্রের শাসক জোটকে আক্রমণ করেছে বিরোধীরা। উদ্ধব ঠাকরের শিবসেনার বিধায়ক আদিত্য ঠাকরে মহারাষ্ট্র সরকারের সমালোচনা করেন, ধনঞ্জয় এতদিনে ইস্তফা দেওয়ায়। আবার উদ্ধব ঠাকরের শিবসেনার আর এক নেতা সঞ্জয় রাউত ওই পঞ্চায়েত প্রধান খুনে মুন্ডের বিরুদ্ধে অভিযোগ দায়েরের দাবি জানিয়েছেন।





