Video: রাস্তায় জ্যাম, পাহাড় থেকে ঝাঁপ দিয়ে প্যারাগ্লাইড করে পরীক্ষার হলে তরুণ, দেখুন ভিডিয়ো
Video: মহারাষ্ট্রের সাতারা জেলার বি.কম প্রথম বর্ষের ছাত্র সমর্থ মাহাঙ্গদে। সময়মতো তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য এক অসাধারণ পথ বেছে নিয়েছেন তিনি।

সাতারা: রাস্তায় জ্যাম, হাতে সময় কম, পরীক্ষা হলে পৌঁছতেই হবে। অগ্যতা জল-স্থল-রেল সব ছেড়ে আকাশ পথকেই বেছে নিলেন তরুণ। আপনি হয়তো ভাবছেন, এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন পরীক্ষা নিতে। বিষয়টা কিন্তু আদপে তেমন নয়। যা ঘটেছে তা শুনলে অবাক হয়ে যাবেন আপনি।
মহারাষ্ট্রের সাতারা জেলার বি.কম প্রথম বর্ষের ছাত্র সমর্থ মাহাঙ্গদে। সময়মতো তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য এক অসাধারণ পথ বেছে নিয়েছেন তিনি। সময় পরীক্ষার হলে পৌঁছতে প্যারাগ্লাইডিং করে হলে পৌঁছলেন তিনি। ৫ কিলোমিটার পাহাড়ি গিরিপথে যানজট এড়াতে পাহাড় থেকে প্যারাগ্লাইডিং করার সিদ্ধান্ত নেয় সমর্থ। নিজের প্যারাগ্লাইডিং প্রশিক্ষকের সঙ্গে, সমর্থ লাফিয়ে পড়ে পাহাড়ের কোল থেকে। প্যারাগ্লাইডিং করে এসে নামেন একটি মাঠে। কলেজের পোশাক পরিবর্তন করে বন্ধুর বাইকে করে পরীক্ষা কেন্দ্রে যায় সমর্থ। যা শুনলে বলিউড সিনেমার চিত্রনাট্য মনে হয়। ঘটনাটি ঘটেছে সাতারার বিখ্যাত পর্যটন কেন্দ্র পাঁচগনিতে।
সমর্থ বলেন, “আমার বন্ধু যখন ফোন করে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন রবিবার ছিল, সর্বত্র পর্যটকদের কারণে ভীষণ ট্র্যাফিক। আমার কলেজের স্যার আমাকে সাইবার ক্যাফে থেকে রিসেটটির একটি প্রিন্টআউট নিতে বলেছিলেন, আমি তাও ভুলে গিয়েছিলাম। আমি ভাবছিলাম কী ভাবে পরীক্ষাযর হলে পৌঁছাব?”
View this post on Instagram
তিনি আরও বলেন, “সেই সময়, প্যারাগ্লাইডিংয়ের দায়িত্বে থাকা গোবিন্দ স্যার আমাকে বলেন, ‘আমি তোমাকে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে নামিয়ে দিতে পারি’। আমি আগে কখনও এমন অ্যাডভেঞ্চার করিনি, তাই নার্ভাস হয়ে গিয়েছিলাম। কিন্তু পরীক্ষা মিস করার ভয়ে আমি রাজি হয়ে যাই।”
পাঁচগনির জনপ্রিয় হ্যারিসন ফলি পয়েন্টে প্যারাগ্লাইডারদের ছোট থেকে দেখে বড় হয়েছেন সমর্থ। ওখানেই আখের রস বিক্রি করত সমর্থ। এখানেই প্যারাগ্লাইডিং শিখেছিল সমর্থ বলেও জানায় সে।
