মুম্বই: মহারাষ্ট্রে কেবল করোনা সংক্রমণই নয়, মাথাচাড়া দিয়ে উঠছে ব্ল্যাক ফাঙ্গাস। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলির সঙ্গে যে মেডিক্যাল কলেজগুলি রয়েছে, সেখানে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা হবে। মঙ্গলবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে এই ঘোষণা করেন।
মঙ্গলবার তিনি জানান, রাজ্যে বর্তমানে প্রায় দুই হাজারের বেশি মিউকরমাইকোসিসের রোগী চিকিৎসাধীন রয়েছেন। যত আক্রান্তের সংখ্যা বাড়বে, ততই ব্ল্যাক ফাঙ্গাসের কেসও বাড়বে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে রোগীদের সঠিক চিকিৎসায় মেডিক্যাল কলেজ সংলগ্ন হাসপাতালগুলিতেই চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে।
হাসপাতাল বদলের এই সিদ্ধান্তের পিছনে কারণ হিসাবে রাজেশ তোপে বলেন, “যেহেতু একজন মিউকরমাইকোসিসের রোগাীর বিভিন্ন চিকিৎসক-বিশেষজ্ঞের প্রয়োজন হয়, যেমন এএনটি ও চোখের চিকিৎসক এবং নিউরোবায়োনজিস্টের প্রয়োজন পড়ে, সেই কারণেই যাতে একযোগে সমস্ত চিকিৎসক পাওয়া যায়। আপাতত মহাত্মা ফুলে আরোগ্য যোজনার অধীনেই সকলের চিকিৎসা করা হচ্ছে।” এছাড়াও তিনি খরচ সাপেক্ষ চিকিৎসার জন্য জাতীয় ফার্মাসিউটিক্যাল মূল্য নির্ণাক কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে দান কমানোর অনুরোধ জানাবেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ব্ল্যাক ফাঙ্গাসের ক্ষেত্রে মৃত্যু হার প্রায় ৫০ শতাংশ এবং করোনা আক্রান্ত, যাদের মধ্যে কম রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে বা কো-মর্ডিবিটি রয়েছে, তাঁদের মধ্যে এই ছত্রাক সংক্রমণ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
আরও পড়ুন: ভারতেই সীমাবদ্ধ নয়, ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা