Mahua Moitra: ‘দ্রৌপদী’র মতো বস্ত্রহরণ করা হয়েছিল, জনতা আমার ‘কৃষ্ণ’ হয়ে দাঁড়িয়েছে: মহুয়া

Mahua Moitra: মহুয়া এদিন বলেন, "মানুষ আমাকে বলত, আমি সব হারিয়ে ফেলেছি। কিন্তু তা সত্ত্বেও আমি একটি জিনিস অর্জন করেছি, তা হল ভয় থেকে মুক্তি। এখন কেউ আমাকে ভয় দেখাতে পারবে না।"

Mahua Moitra: দ্রৌপদীর মতো বস্ত্রহরণ করা হয়েছিল, জনতা আমার কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে: মহুয়া
মহুয়া মৈত্রImage Credit source: PTI

Jul 01, 2024 | 7:49 PM

নয়া দিল্লি: সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। লোকসভা নির্বাচনে ফের জয়ী হয়ে সংসদে গিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া। সোমবার সংসদে প্রথমবার বক্তব্য রাখতে গিয়ে তিনি ছত্রে ছত্রে আক্রমণ করেন মোদী সরকারকে। তিনি শুরুতেই বলেন, “শেষবার যখন আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমাকে কথা বলতে দেওয়া হয়নি। আর আমাকে চুপ করিয়ে দেওয়ার চরম মূল্য দিতে হয়েছে।” এই ভাষাতেই এদিন বিজেপিকে আক্রমণ করেন তিনি।

তৃণমূল সাংসদ এদিন আরও বলেন, “দ্রৌপদীর মতো আমাকেও বস্ত্রহীন করা হয়েছিল কিন্তু জনসাধারণ আমার জন্য কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর লোকসভা এলাকায় পরপর দুবার প্রচারে গেলেও যে তাঁকে হারানো সম্ভব হয়নি, এ কথাও এদিন মনে করিয়ে দেন মহুয়া।

কেন্দ্রকে নিশানা করে মহুয়া মৈত্র একাধিক প্রতিক্রিয়া দিয়েছেন এদিন। কৃষকদের দাবি পূরণ না করা এবং NEET পরীক্ষা নিয়ে চলমান বিতর্কের জন্য কেন্দ্রকেও নিশানা করেছেন তিনি। মহুয়া বলেন, “মানুষ আমাকে বলত, আমি সব হারিয়ে ফেলেছি। কিন্তু তা সত্ত্বেও আমি একটি জিনিস অর্জন করেছি, তা হল ভয় থেকে মুক্তি। এখন কেউ আমাকে ভয় দেখাতে পারবে না।”

লোকসভা নির্বাচনের মাস কয়েক আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়ার বিরুদ্ধে। এথিক্স কমিটির পরামর্শে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। ওই ঘটনার পর এথিক্স কমিটির রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন মহুয়া। তাঁর বিরুদ্ধে এবার নির্বাচনে লড়েছিলেন কৃষ্ণনগরের ‘রানি মা’ অমৃতা রায়।