Mahua Moitra: সরকারি বাংলো কি ছাড়তে হবে? আদালতের দ্বারস্থ মহুয়া

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Dec 18, 2023 | 9:15 PM

Mahua Moitra: টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হয়েছে। এথিক্স কমিটির সুপারিশ মেনেই গত ৮ ডিসেম্বর লোকসভা থেকে তাঁকে বহিষ্কৃত করা হয়। তারপর গত ১১ ডিসেম্বর মহুয়াকে সাংসদ বরাদ্দে পাওয়া সরকারি বাংলো ছাড়ার নোটিস দেয় কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ম মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট অফ এস্টেটস।

Mahua Moitra: সরকারি বাংলো কি ছাড়তে হবে? আদালতের দ্বারস্থ মহুয়া
মহুয়া মৈত্র। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এবার সাংসদ হিসাবে পাওয়া সরকারি বাংলো ছাড়ার নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে গেলেন মহুয়া। সোমবারই তিনি কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন। আগামিকাল, মঙ্গলবারই এই মামলার শুনানি হবে।

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হয়েছে। এথিক্স কমিটির সুপারিশ মেনেই গত ৮ ডিসেম্বর লোকসভা থেকে তাঁকে বহিষ্কৃত করা হয়। তারপর গত ১১ ডিসেম্বর মহুয়াকে সাংসদ বরাদ্দে পাওয়া সরকারি বাংলো ছাড়ার নোটিস দেয় কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ম মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট অফ এস্টেটস। আগামী ৭ জানুয়ারির মধ্যে তাঁকে বাংলো খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নোটিসের বিরোধিতা করেই এবার হাইকোর্টে গেলেন মহুয়া। তাঁর আর্জি, সুপ্রিম কোর্টে তাঁর সাংসদ পদ খারিজের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি বাংলো খালি করার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক। তাঁর সাংসদ পদ খারিজের বিষয়টি যখন শীর্ষ আদালতে বিচারাধীন, তখন কীভাবে তাঁকে সরকারি বাংলো খালি করার চিঠি দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী।

প্রসঙ্গত, আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না দিয়ে বেআইনিভাবে তাঁকে বহিষ্কৃত করা হয়েছে বলে আগেই সরব হয়েছিলেন মহুয়া মৈত্র। সুপ্রিম কোর্টে আগামী মাসের ৩ তারিখ এই মামলার শুনানি রয়েছে।

Next Article