Howrah-Puri Express Accident: বড় দুর্ঘটনার মুখে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, চলন্ত ট্রেনে কাপলিং খুলে ছিটকে গেল বগি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 21, 2023 | 10:48 AM

Train Accident: শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) নেকুড়সেনির কাছে ট্রেনের কাপলিং খুলে যায়।

Howrah-Puri Express Accident: বড় দুর্ঘটনার মুখে হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, চলন্ত ট্রেনে কাপলিং খুলে ছিটকে গেল বগি
ট্রেন লাইনে নেমে পড়েন আতঙ্কিত যাত্রীরা। ছবি: টুইটার

Follow Us

ভুবনেশ্বর: বড়সড় দুর্ঘটনার হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস (Howrah-Puri Superfast Express)চলন্ত ট্রেন থেকে খুলে গেল কাপলিং (Coupling), ছিটকে বেরিয়ে গেল ট্রেনের দুটি কামরা। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) নেকুড়সেনির কাছে ট্রেনের কাপলিং খুলে যায়। তীব্র ঝাঁকুনি দিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। অল্পের জন্য় প্রাণে বাঁচেন যাত্রীরা। দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কাপলিং খুলে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় কোনও যাত্রীর আহত হওয়ার খবর মেলেনি। রেলের তরফে নতুন করে দুটি বগি পাঠানো হয়। সেই বগি জুড়ে আজ ভোর সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

জানা গিয়েছে, হাওড়া থেকে পুরীর উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। রাত দেড়টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের নেকুড়সেনি স্টেশনের কাছে হঠাৎ ট্রেনে সমস্য়া দেখা যায়। চলন্ত ট্রেন থেকে বগির কাপলিং খুলে যায়। ছিটকে যায় ট্রেনের দুটি বগি। স্টেশনে ঢোকার মুখে কিছুটা দূরে দাঁড়িয়ে যায় ট্রেনটি। এদিকে, তীব্র ঝাঁকুনিতে ঘুম ভাঙে যাত্রীদের। ইঞ্জিন থেকে দুটি বগি আলাদা হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে ট্রেন লাইনে নেমেও পড়েন। তবে দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি।

দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর ডিভিশনের রেল আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। রাত থেকেই ট্রেনের কাপলিং সারানোর কাজ শুরু হয়। তবে দীর্ঘক্ষণ চেষ্টার পরও কাপলিং জুড়তে না পারায় বিকল্প ব্য়বস্থা করে রেল কর্তৃপক্ষ। নেকুড়সেনিতে পাঠানো হয় নতুন দুটি বগি।

ওই নতুন দুই বগি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে জোড়া হয়। এরপরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওই দুই বগি থেকে যাত্রীদের নামিয়ে নতুন বগিতে স্থানান্তর করা হয়। এরপরে সকাল সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পুরীর উদ্দেশে রওনা দেয়। গোটা ঘটনায় যাত্রীদের ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

Next Article