Indian Army’s Power: আর ঘুম হবে না পাকিস্তানের! আর কিছুক্ষণের মধ্যেই সীমান্তে শক্তি দেখাবে রাফাল থেকে সুখোই

Indian Army’s Power: কিছুদিন আগেই ভারতের মুথতোড় জবাবে হাঁটু, কোমর সব ভেঙেছে পাকিস্তানের। নাস্তানাবুদ হয়ে ঘরে ফিরেছে পাক। ভারতের আকাশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এস-৪০০ এর মতো শক্তিশালী সব নিরাপত্তা বলয়ের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে পাক ড্রোন-মিসাইল।

Indian Army’s Power: আর ঘুম হবে না পাকিস্তানের! আর কিছুক্ষণের মধ্যেই সীমান্তে শক্তি দেখাবে রাফাল থেকে সুখোই
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jun 04, 2025 | 9:31 AM

কলকাতা: গুজরাটের পাকিস্তান সীমান্তে বড়সড় বায়ুসেনার মহড়া চালানো হবে বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নোটামও জারি হয়ে গিয়েছিল গুজরাত সীমান্তে। এদিনই হতে চলেছে মহড়া। থাকছে রাফাল থেকে সুখোই। এদিন সীমান্তের গা ঘেঁষে ব্রহ্মস বা অন্যান্য সুপারসনিক মিসাইল নিয়ে এই মহড়া চালাবে ভারতীয় বায়ু সেনা। চলবে বিকেল সাড়ে তিনটে থেকে রাত ৯টা পর্যন্ত।

গুজরাত উপকূলের কাছাকাছি এলাকায় পাক খাবে রাফাল, সুখোইরা। এই মহড়ার সময় নির্দিষ্ট এলাকায় সিভিল ও অন্যান্য অ-মিলিটারি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে। মহড়ার কার্যকারিতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ বলে জানা যাচ্ছে। একইসঙ্গে জোর দেওয়া হচ্ছে নিরাপত্তার দিকেও। সোজা কথায়, আর মাত্র কিছু সময়ের মধ্যেই ফের একবার পাক সীমান্তে নিজেদের ক্ষমতা দেখাতে চলছে রাফাল থেকে সুখোইয়ের মতো বিধ্বংসী সব যুদ্ধ বিমানরা। একইসঙ্গে শক্তিপ্রদর্শন করবে ব্রহ্মস বা অন্যান্য সুপারসনিক মিসাইলরা। তাতে যে পাকিস্তানের স্নায়ুর চাপ আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ভারতের মুথতোড় জবাবে হাঁটু, কোমর সব ভেঙেছে পাকিস্তানের। নাস্তানাবুদ হয়ে ঘরে ফিরেছে পাক। ভারতের আকাশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এস-৪০০ এর মতো শক্তিশালী সব নিরাপত্তা বলয়ের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে পাক ড্রোন-মিসাইল। সুবিধা করতে পারেনি পাকস্তানি যুদ্ধবিমানগুলিও। এমতাবস্থায় যুদ্ধের প্রস্তুতি এবং সমুদ্র অঞ্চলে অপারেশন ক্ষমতা পরীক্ষা করতেই এবার মহড়ায় ভারতীয় বিমান বাহিনী। একইসঙ্গে পশ্চিম সাগর সীমান্তে নিরাপত্তা যেমন একাধারে জোরদার হবে, তেমনই শত্রু শিবিরকেও কড়া বার্তা দেওয়া সম্ভব হবে বলে মত ওয়াকিবহাল মহলের।