Terrorist Arrested: বড় নাশকতার হাত থেকে রক্ষা, ভারত-পাক ম্যাচের আগেই গ্রেফতার ২ লস্কর জঙ্গি

Lashkar-e-Taiba: জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে মিলিত উদ্যোগেই এই অভিযান চালিয়েছিল পঞ্জাব পুলিশ। ধৃত দুই জঙ্গি জম্মু-কাশ্মীরের বাসিন্দা। এই লস্কর মডিউলকে পরিচালন করে ফিরদৌস আহমেদ ভাট নামক লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য।

Terrorist Arrested: বড় নাশকতার হাত থেকে রক্ষা, ভারত-পাক ম্যাচের আগেই গ্রেফতার ২ লস্কর জঙ্গি
প্রতীকী ছবি।Image Credit source: ANI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 14, 2023 | 3:25 PM

চণ্ডীগঢ়: হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ আজ। টানটান উত্তেজনা দুই পড়শি দেশের মুখোমুখি দ্বৈরথ নিয়ে। এই ম্যাচ ঘিরে নিরাপত্তাও আটো-সাঁটো। আর সেই নিরাপত্তার জালেই ধরা পড়ল লস্কর-ই-তৈবার দুই জঙ্গি (Lashkar-e-Taiba Terrorist)। শনিবার সকালেই পঞ্জাব পুলিশের (Punjab Police) জালে ধরা পড়ে দুই লস্কর জঙ্গি। ওই দুই জঙ্গির কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

এ দিন সকালেই পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব টুইট করে জানান, অমৃতসর থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুই জঙ্গি লস্কর-ই-তৈবা সংগঠনের। তাদের কাছ থেকে দুটি আইইডি, দুটি হ্যান্ড গ্রেনেড, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২৪টি কার্তুজ, একটি টাইম সুইচার, ৮টি ডিটোনেটর ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে মিলিত উদ্যোগেই এই অভিযান চালিয়েছিল পঞ্জাব পুলিশ। ধৃত দুই জঙ্গি জম্মু-কাশ্মীরের বাসিন্দা। এই লস্কর মডিউলকে পরিচালন করে ফিরদৌস আহমেদ ভাট নামক লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য।

ওই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বড়সড় কোনও নাশকতার ছক কষছিল কি না লস্কর-ই-তৈবার এই মডিউল, তাও জানার চেষ্টা করা হচ্ছে।

এর আগে, বুধবার দিল্লি পুলিশও কানাডায় বসবাসকারী খালিস্তানি জঙ্গি অর্শ দাল্লার দুই সহযোগীকে গ্রেফতার করে।