নয়া দিল্লি: কয়লা পাচার মামলায় অস্বস্তি বাড়ল মন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak)। দিল্লি হাইকোর্টে রক্ষাকবচ পেলেন না মলয় ঘটক। জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ১২ বার তলবের মধ্যে মাত্র একবার হাজিরা দিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী। দিল্লি হাইকোর্টের রায় তাঁর বিরুদ্ধে যাওয়ার অন্যতম কারণ, মলয়ের লাগাতার গরহাজিরা। তবে কলকাতাতেই তলব করতে হবে ইডিকে। নির্দেশ দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মার।
একইসঙ্গে আদালতের নির্দেশ, ২৪ ঘণ্টা আগে নোটিস দিয়ে মলয় ঘটককে তলব করতে হবে। রাজ্য প্রশাসনকে তদন্তকারী অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নোটিসের কপি পাঠাতে হবে কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্যসচিবকে। তদন্তকারী অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে হবে।
রাজ্যের আইনমন্ত্রী হিসাবে মলয় ঘটককে দায়িত্ব নিতে হবে যেন তাঁর তদন্তকারী অফিসারদের কোনওরকম ক্ষতি না হয়। মলয় ঘটকের মূলত দু’টি আবেদন ছিল। এক, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ বা ইসিআইআর খারিজ করা হোক। দুই, দিল্লিতে তলব না করে তাঁকে কলকাতায় তলব করা হোক। একটা আবেদন মান্যতা পেল।