দিল্লি: কয়লা পাচার (Coal Scam) হোক কিংবা গরু পাচার (Cow Smuggling) বা নিয়োগ দুর্নীতি। রাজ্যের একের পর এক নেতা মন্ত্রীদের নাম জড়াতেই অস্বস্তিতে শাসকদল। সেই তালিকায় যুক্ত হয়েছে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) নাম। তাঁকে তলব করা হয়েছে দিল্লিতে। তবে সেই তলব এড়াতে এবার দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হলেন মলয়। ইডি পাঠানো তলবি নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি।
এ দিন, দিল্লি হাইকোর্টের বিচারপতি আশীস দয়ালের বেঞ্চে হবে এই মামলার শুনানি। গত ২৯ মার্চ ইডি-র সমনকে চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন জমা দেন মলয়। সেই আবেদনে রাজ্যের মন্ত্রী দাবি জানিয়ে বলেছেন, ইতিমধ্যেই দিল্লিতে ইডি দফতরে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। এরপরও বারবার নোটিস পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। এই অবস্থায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। ইডি সূত্রে খবর, পাল্টা তাদের তরফেও বিভিন্ন তথ্যপ্রমাণ পেশ করে জানানো হবে ঠিক কী কারণে মলয় ঘটককে একাধিকবার সমন পাঠানো হচ্ছে।
প্রসঙ্গত, বিভিন্ন দুর্নীতি মামলায় রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে ইতিমধ্যেই তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। কয়লা ও গরু পাচারের তদন্তও চলছে। এর মধ্যেই ইডি তলব করে তৃণমূলের হেভিওয়েট নেতা মলয় ঘটককে। রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে কয়লা পাচার মামলায় তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।