নয়াদিল্লি: স্ত্রীকে ভাড়াটে খুনি নিয়ে খুন করানো অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায়। ভাড়াটে খুনিদের ছুরির আঘাতে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মৃত মহিলার বয়স ৩৫ বছর। তাঁকে খুনের পরিকল্পনা করায় অভিযুক্ত স্বামীর নাম নাম এসকে গুপ্তা (৭১)। পুলিশ জানিয়েছে, গত বছর নভেম্বর মাসে ওই মহিলাকে বিয়ে করেছিলেন এসকে গুপ্তা। তাঁর একটি ছেলে আছে। যিনি মানসিক ভারসাম্যহীন। এসকে গুপ্তার ছেলের নাম অমিত (৪৫)। অমিতের দেখাশোনার জন্য ওই মহিলাকে এসকে গুপ্তা বিয়ে করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু বিয়ের পর মানসিক ভারসাম্যহীন ছেলের দেখাশোনায় রাজি ছিলেন না ওই মহিলা। তখন তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এসকে গুপ্তা। কিন্তু এক কোটি টাকা না দিলে বিবাহবিচ্ছেদে রাজি ছিলেন না ওই মহিলা। সে জন্যই তাঁকে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
স্ত্রীকে খুনের জন্য দুই খুনিকে ভাড়া করেছিলেন অভিযুক্ত স্বামী। এ জন্য বিপিন বলে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়েছিল এসকে গুপ্তার। অমিতকে হাসপাতালে নিয়ে যেতেন বিপিন। অমিত, এসকে মিশ্র মিলে বিপিনকে খুন করতে বলেন ওই মহিলাকে। এ জন্য তাঁকে ১০ লক্ষ দেওয়ার চুক্তি হয়। আড়াই লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়। এর পর বিপিন ও তাঁর সঙ্গী হিমাংশুকে সঙ্গে নিয়ে এসকে মিশ্রর বাড়িতে হানা দেয়। সেখানে এসে ছুরি দিয়ে এলোপাথারি কোপাতে থাকে ৩৫ বছরের ওই মহিলাকে। সে সময় বাড়িতেই ছিলেন অমিত। খুনের পর বিপিন ও হিমাংশু বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড করে। পুলিশ জানিয়েছেস গোটা ঘটনা ডাকাতি হিসাবে দেখাতে চেয়েছিলেন অভিযুক্তরা।
কিন্তু তাদের এই পরিকল্পনা সফল হয়নি। পুলিশি তদন্তে সত্য সামনে আসে। অভিযুক্তরা নিজেদের কৃত কর্মের কথা স্বীকার করে নেন। গোটা ঘটনায় এসকে মিশ্র, তাঁর ছেলে অমিত এবং দুই ভাড়াটে খুনি বিপিন ও হিমাংশুকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।