Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: স্ত্রীর ‘পুরুষাঙ্গ’ রয়েছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্বামী

Supreme Court: বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও বিচারপতি এমএম সুন্দ্রেশ শুক্রবার ওই মহিলাকে তাঁর স্বামীর দায়ের করা আর্জির জবাব দিতে বলা হয়।

Supreme Court:  স্ত্রীর 'পুরুষাঙ্গ' রয়েছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্বামী
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 6:30 PM

নয়া দিল্লি: বিয়ের আগে দেখা, কথা-বার্তাও হয়েছিল। সেই সময় কোনও সমস্যাই ছিল না। কিন্তু বিয়ের পরই স্বামী বুঝতে পারলেন তিনি ‘প্রতারিত’ হয়েছেন। সেই অভিযোগেই তিনি বিবাহ বিচ্ছেদের আর্জিও জানালেন সুপ্রিম কোর্টে। ওই ব্যক্তির দাবি, তাঁর স্ত্রী আসলে নারীই নন। কারণ তাঁর যৌনাঙ্গ পরিপূর্ণ নয়, যোনীর বদলে রয়েছে ছোট্ট শিশুর মতো পুরুষাঙ্গ। বিয়ের আগে এই কথা লুকানোয় প্রতারণার অভিযোগে তিনি সুপ্রিম কোর্টে বিবাহ বিচ্ছেদের আবেদন জানান। এবার শীর্ষ আদালতের তরফে ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাঁর স্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হল।

বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও বিচারপতি এমএম সুন্দ্রেশ শুক্রবার ওই মহিলাকে তাঁর স্বামীর দায়ের করা আর্জির জবাব দিতে বলা হয়। গতবছর ২৯ জুলাই এই মামলায় মধ্য প্রদেশ হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ওই ব্যক্তি মেডিকেল রিপোর্টের ভিত্তিতে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের দাবি জানান।