১৫ বছর লিভ ইনের পর গ্রেফতার এক ব্যক্তি, উঠেছে মারাত্মক অভিযোগ

১৫ বছর লিভ ইনের পর মহিলার ধর্ম পরিবর্তনের জন্য জোর করেন তিনি। ঘটনায় অভিযুক্ত রফি খান ১৫ বছর আগে নিজেকে রাকেশ কুশওয়া (Rakesh Kushwaha) নামে পরিচয় দিয়েছিলেন।

১৫ বছর লিভ ইনের পর গ্রেফতার এক ব্যক্তি, উঠেছে মারাত্মক অভিযোগ
একটি সংবাদপত্রের সম্পাদক সন্দীপ শর্মা ও সাংবাদিক সুনীল ব্রারের নামে এফআইআর দায়ের করা হয়েছেপ্রতীকী চিত্র।

| Edited By: arunava roy

Jul 09, 2021 | 9:07 PM

মধ্যপ্রদেশ: এক মহিলাকে ধর্ম (Religion) পরিবর্তনের জন্য জোর দেওয়ার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ১৫ বছর ধরে এক মহিলার সঙ্গে লিভ ইনের (Live-in) সম্পর্ক ছিল তার। ঘটনায় তাজ্জব বহু মানুষ। অভিযোগ আনা মহিলা ভোপালের বাসিন্দা। তিনি জানিয়েছেন, ১৩ বছরের একটি মেয়ে রয়েছে তাদের।

১৫ বছর লিভ ইনের পর মহিলার ধর্ম পরিবর্তনের জন্য জোর করেন তিনি। ঘটনায় অভিযুক্ত রফি খান ১৫ বছর আগে নিজেকে রাকেশ কুশওয়া নামে পরিচয় দিয়েছিলেন। ওই মহিলার স্বামীর বন্ধু ছিলেন অভিযুক্ত ব্যক্তি। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর মহিলার সঙ্গে বসবাস করতে শুরু করে অভিযুক্ত।

মেয়ের জন্মের সময় মহিলা জানতে পারে রাকেশ কুশওয়ার আসল নাম রফি খান। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও আনেন ৩৫ বছর বয়সী মহিলা। ঘটনার জেরে ইতিমধ্যেই মদ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে রফি খানকে। তার বিরুদ্ধে নানা ধারায় মামলা রুজু হয়েছে। মহিলার অভিযোগ অস্বীকার করেন রফি। তিনি জানিয়েছেন, বহু দিন আগেই ধর্ম পরিবর্তন করেছে মহিলা।

আরও পড়ুন: SBI, HDFC, ICICI ব্যাঙ্কে এফডি অ্যাকাউন্ট আছে? এই তথ্য জেনে রাখা জরুরি