‘প্লিজ বউ খুঁজে দিন, ১০ বছর ধরে চেষ্টা করছি’, সরকারি ক্যাম্পে গিয়ে আজব আবদার

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 27, 2024 | 1:41 PM

Karnataka: জনস্পন্দন নামে একটি সরকারি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল জনগণের অভিযোগ শুনতে এবং তার যথাসম্ভব সমাধান করার জন্য। সেখানেই এক কৃষক আবেদন জমা দেন। বাকিরা যেখানে জলের ব্যবস্থা বা রাস্তাঘাটের দাবি জানিয়েছেন, সেখানেই ওই কৃষক আবেদন করেন তাঁর জন্য পাত্রী খুঁজে দেওয়ার।      

প্লিজ বউ খুঁজে দিন, ১০ বছর ধরে চেষ্টা করছি, সরকারি ক্যাম্পে গিয়ে আজব আবদার
স্ত্রী খুঁজে দেওয়ার আবেদন জানান কৃষক।
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: জন পরিষেবা ও জনগণের ক্ষোভ মেটানোর জন্য সরকারের তরফে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। একে একে পড়া হচ্ছিল জমা পড়া অভিযোগপত্র। সেখানেই আধিকারিকরা পেলেন এমন এক আবেদন, যা দেখে হাসবেন না কাঁদবেন, বুঝে উঠতে পারলেন না। এক কৃষক সরকারের কাছে সাহায্যের আবেদন করেছিলেন, তবে তা কৃষিকাজ সংক্রান্ত বিষয়ে নয়। তাঁর বউ চাই। নিজে খুঁজে খুঁজে ক্লান্ত। তাই সরকারের সাহায্য চাই এবার।

মজাদার এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোপ্পাল জেলায়। সেখানে জনস্পন্দন নামে একটি সরকারি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল জনগণের অভিযোগ শুনতে এবং তার যথাসম্ভব সমাধান করার জন্য। সেখানেই এক কৃষক আবেদন জমা দেন। বাকিরা যেখানে জলের ব্যবস্থা বা রাস্তাঘাটের দাবি জানিয়েছেন, সেখানেই ওই কৃষক আবেদন করেন তাঁর জন্য পাত্রী খুঁজে দেওয়ার।

সঙ্গপ্পা নামক ওই কৃষক সরকারের কাছে সাহায্য চেয়েছেন পাত্রী খুঁজে দেওয়ার জন্য। জেলা কমিশনার নলীনী অতুলের কাছে গিয়ে তিনি বলেন, “বিগত ১০ বছর ধরে পাত্রী খুঁজছি, কিন্তু কেউ আমায় বিয়ে করতে রাজি নয়। এর প্রভাব আমার মানসিক স্বাস্থ্যেও পড়ছে। স্যর, প্লিজ বউ খুঁজে দিন। আমার জন্য একটা পাত্রী জোগাড় করে দিন।”

তার এই আবেদন দেখে সরকারি কর্তারা হাসবেন না কাঁদবেন বুঝতে পারছিলেন না। কর্তব্য়বিমূঢ় হয়ে বসে থাকেন তারা।

Next Article