AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Man Beaten Up by Wife : বেধড়ক মারে বউ, ভিডিয়ো ফুটেজ নিয়ে আদালতের দ্বারস্থ শিক্ষক

Man Beaten Up by Wife : এক বছর ধরে গার্হস্থ্য় হিংসার শিকার স্বামী। অত্যাচার সহ্য় করতে না পেরে সিসিটিভি ফুটেজ নিয়ে আদালতের দ্বারস্থ হলেন শিক্ষক।

Man Beaten Up by Wife : বেধড়ক মারে বউ, ভিডিয়ো ফুটেজ নিয়ে আদালতের দ্বারস্থ শিক্ষক
গ্রাফিক্স সৌজন্যে : অভিজিৎ বিশ্বাস
| Edited By: | Updated on: May 26, 2022 | 9:47 PM
Share

চণ্ডীগড় : পেশায় সরকারি স্কুলের শিক্ষক। স্কুলে নীতিগত শিক্ষার পাঠ দেন। পড়ুয়াদের সমৃদ্ধ করাই তাঁর কর্তব্য। কিন্তু বাড়িতে তিনিই গার্হস্থ্য হিংসার শিকার। তিনি অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী অকথ্য় অত্যাচার করেন তাঁর উপর। বাড়ির সিসিটিভি ফুটেজে স্ত্রী-র এই কার্যকলাপের ছবিও ধরা পড়েছে। সম্প্রতি সেই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ঘোরাফেরা করছে। সুবিচার চেয়ে সেই সিসিটিভি ফুটেজ নিয়ে স্থানীয় আদালতের দ্বারস্থ হন স্কুলের শিক্ষক। আদালতের তরফে তাঁকে নিরাপত্তাও প্রদান করা হয়েছে।

হরিয়ানার বাসিন্দা অজিত যাদব। সেখানে খারকারা সরকারি স্কুলের শিক্ষক তিনি। তাঁর স্ত্রী সুমন যাদব হরিয়ানার সোনিপতের বাসিন্দা। এই দম্পতির বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, স্বামী অজিতের পিছনে তাড়া করছেন স্ত্রী সুমন। এবং তাঁকে মারধরও করছেন। দেখা যাচ্ছে, ক্রিকেটের ব্যাট, লোহার প্যান ও অন্যান্য সামগ্রী নিয়ে স্কুলের শিক্ষকের উপর চড়াও হয়েছেন এই ঘরণী। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ছেলের সামনেই স্বামীকে প্রহার করছেন সুমন। স্ত্রী-র এই রোজকার অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতের তরফে ইতিবাচক সমাধানও পেয়েছেন তিনি। আদালত সমস্ত তাঁর সমস্ত অভিযোগের তদন্ত করতে বলেছে। পাশাপাশি তাঁকে নিরাপত্তা দেওয়ার কথাও বলেছে।

অজিত যাদব জানিয়েছেন, গত এক বছরে এই অত্যাচারের পরিমাণ বেড়েছে। তারপরই তিনি বুদ্ধি বের করেন রোজকার অত্যাচারের এই ভিডিয়ো রেকর্ড করার। সেইমতো ঘরে একটি সিসিটিভি ক্যামেরাও বসান তিনি। স্ত্রীর অত্যাচারের প্রমাণ স্বরূপ সিসিটিভি ফুটেজ নিয়েই আদালতে যান তিনি। ভালবেসেই সাত বছর আগে বিয়ে হয়েছিল এই দম্পতির। ভালবাসারা সম্পর্কতেও যে এত তিক্ততা জন্মাতে পারে তা ভাবেনি কেউই। অভিযোগকারী জানিয়েছেন যে, তিনি কখনও স্ত্রী সুমনের গায়ে হাত তোলেননি।