
লখনউ: সামান্য গাড়ি রাখা নিয়ে বচসা, তাতেই রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে দিল প্রতিবেশী। সোসাইটির সেক্রেটারিকে খোয়াতে হল তাঁর নাক! ঝগড়ায় মেজাজ হারিয়ে এক বাসিন্দা কামড়ে দেন তাঁর নাকে। সেই কামড় এতটাই ভয়ঙ্কর ছিল যে ওই ব্যক্তির নাকই ছিঁড়ে যায়!
ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে। আরএস যাদব নামক এক ব্যক্তি রতন প্ল্যানেট আবাসনের সেক্রেটারি। গত রবিবার আবাসনে গাড়ি রাখা নিয়ে ঝগড়া হয় ক্ষিতিজ মিশ্র নামক এক ব্যক্তির। তাঁর বক্তব্য ছিল, তাঁর পার্কিং স্লটে অন্য কেউ গাড়ি রেখে চলে গিয়েছে। এক্ষুণি যেন গাড়ি সরানো হয়। এই নিয়েই বচসা শুরু হয়। কথা কাটাকাটি হতে হতেই হঠাৎ ক্ষিতিজ সোসাইটির সেক্রেটারি আরএস যাদবকে তিন-চারবার চড় মারেন, এরপর হঠাৎ তাঁর নাক কামড়ে ধরেন।
कानपुर वाले कुछ भी कर सकते हैं 😂
मामूली से विवाद में एक युवक ने रिटायर्ड इंजीनियर की नाक चबा डाली।
— Priya singh (@priyarajputlive) May 27, 2025
এত জোরে নাক কামড়ে দেন যে তাঁর নাক কেটে যায়। ওই ব্যক্তি যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। অভিযুক্ত ব্যক্তি নিরুত্তাপভাবে ঘটনাস্থল থেকে চলে যান। পরে পরিবারের সদস্যরাই এসে তাঁকে উদ্ধার করেন এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা নাক জোড়া লাগাতে না পারায়, তাঁকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় অস্ত্রোপচারের জন্য।
এদিকে আক্রান্তের পরিবারের দাবি, পুলিশ অভিযুক্তকে কিছুক্ষণের জন্য আটক করে থানায় নিয়ে গেলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে পুলিশের যুক্তি, অভিযুক্তের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।