রঙ মাখাতে বারণ করেছিল শুধু, লাইব্রেরিতেই গলা টিপে খুন করে দিল ‘ওরা’!

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 14, 2025 | 7:03 AM

Crime: সামনেই চাকরির পরীক্ষা। তাই লাইব্রেরিতে মন দিয়ে পড়ছিল হংসরাজ। হঠাৎ সেখানে হাজির হয় তিন যুবক। তারা জোর করে রঙ মাখাতে যায় বছর পঁচিশের ওই যুবককে। কিন্তু সে কোনওভাবেই রাজি ছিল না।

রঙ মাখাতে বারণ করেছিল শুধু, লাইব্রেরিতেই গলা টিপে খুন করে দিল ওরা!
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

জয়পুর: ‘বুরা না মানো, হোলি হ্যায়’! এই একটা কথা বলেই জোরজুলুম করে গায়ে রঙ দিয়ে দেন অনেকে। তবে সকলে রঙ নাও মাখতে চাইতে পারেন। তাই বলে খুন? গায়ে রঙ দেওয়া নিয়ে আপত্তি জানাতেই এক যুবককে গলা টিপে খুন করল তিন যুবক।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়। সামনেই চাকরির পরীক্ষা। তাই লাইব্রেরিতে মন দিয়ে পড়ছিল হংসরাজ। হঠাৎ সেখানে হাজির হয় তিন যুবক। তারা জোর করে রঙ মাখাতে যায় বছর পঁচিশের ওই যুবককে। কিন্তু সে কোনওভাবেই রাজি ছিল না। অভিযুক্তরা জোরাজুরি করলে তীব্র আপত্তি জানায় ওই যুবক। ব্যস, এরপরই শুরু। অশোক, বাবলু ও কালুরাম নামক ওই তিন অভিযুক্ত যুবক মিলে মারধর শুরু করে হংসরাজকে। মাটিতে ফেলে বেল্ট দিয়ে আঘাত, লাথি মারে তারা। এরপর গলা টিপে খুন করে ওই যুবককে।

খুনের পরই পালিয়ে যায় তিন অভিযুক্ত। এদিকে, খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার ও গ্রামবাসীরা। মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারি, মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যের সরকারি চাকরির দাবি করা হয়। রাত ১টা পর্যন্ত অবরোধ চলে। শেষে পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।