Physical test: পুলিশের চাকরি পরীক্ষায় ১৬০০ মিটার দৌড়ে মৃত্যু যুবকের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 18, 2023 | 4:03 PM

Mumbai Police Recruitment: মুম্বই পুলিশের তরফে সেই পরীক্ষার আয়োজন করা হয়েছিল মুম্বই বিশ্ববিদ্যালয়ের বিদ্যানগরী ক্যাম্পাসের মাঠে। সেখানেই দৌড়ের পরে শারীরিক অসুস্থতার জেরে মৃত্যু হয় ওই যুবকের।

Physical test: পুলিশের চাকরি পরীক্ষায় ১৬০০ মিটার দৌড়ে মৃত্যু যুবকের
প্রতীকী ছবি

Follow Us

মুম্বই: মুম্বই পুলিশে চলছিল নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষার অংশ ছিল শারীরিক সক্ষমতা প্রমাণের ফিজিক্যাল টেস্ট। সেই টেস্টের অংশ হিসাবে ছিল ১৬০০ মিটার দৌড়। মুম্বই পুলিশে চাকরির জন্য নিয়োগের পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৬ বছরের এক যুবক। অংশ নিয়ে ১৬০০ মিটার দৌড়ও শেষ করেছিলেন তিনি। কিন্তু তার পরই ঘটল বিপর্যয়। দৌড় শেষ করেই অজ্ঞান হয়ে যান তিনি। মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিয়োগ পরীক্ষার ফিজিক্যাল টেস্টে মৃত্যু ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে চাকরিপ্রার্থীদের মধ্যে। বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছে মুম্বই পুলিশও।

নিয়োগ চলছে মুম্বই পুলিশে। সেই চাকরিতে ঢুকতে গেলে দিতে হয় শারীরিক সক্ষমতার পরীক্ষা। মুম্বই পুলিশের তরফে সেই পরীক্ষার আয়োজন করা হয়েছিল মুম্বই বিশ্ববিদ্যালয়ের বিদ্যানগরী ক্যাম্পাসের মাঠে। সেখানেই দৌড়ের পরে শারীরিক অসুস্থতার জেরে মৃত্যু হয় ওই যুবকের। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম গণেশ উগালে। তাঁর বয়স ২৬ বছর। মহারাষ্ট্রের ওয়াসিম জেলার বাসিন্দা তিনি। যা মুম্বই থেকে প্রায় ৫৫০ কিলোমিটার জেরে।

এই মৃত্যুর ঘটনা নিয়ে মুম্বই পুলিশের এক অফিসার বলেছেন, “১৬০০ মিটার দৌড় শেষ করেই মাটিতে লুটিয়ে পড়েন ওই চাকরিপ্রার্থী। অসুস্থ হয়ে পড়েছে দেখে আমরা দ্রুত তাঁকে নিয়ে যায় সান্তাক্রুজ ভিএন দেশাই হাসপাতালে। সেখানে পৌঁছলে চিকিৎকরা তাঁকে মৃত ঘোষণা করেন।” ওই অফিসার জানিয়েছেন, গণেশের সঙ্গে তাঁর ভাইও পরীক্ষা দিতে এসেছিলেন। তবে দৌড়ের পর কেন গণেশের মৃত্যু হল তা জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট এলে। এ ব্যাপারে ওই পুলিশ অফিসার বলেছেন, “তাঁর ভাইও পুলিশে চাকরিপ্রার্থী। ২ জনে এক সঙ্গেই দৌড়েছিল। কিন্তু দৌড় শেষ হতে গণেশ অসুস্থ হয়ে পড়েন। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তাঁর দেহ সৎকার করার জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।” অস্বাভাবিক মৃত্যু ঘিরে একটি মামলাও রুজু হয়েছে।

Next Article