রায়পুর: স্নান সেরে বেরতেই মাথাটা ঝিমঝিম করে উঠেছিল। তারপরই মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু। আকস্মিক মৃত্যুর জন্যই ময়নাতদন্ত করতে বলেছিলেন চিকিৎসকরা। দেহে ছুরি চালাতেই যা মিলল, তাতে চক্ষু চড়কগাছ পুলিশের। বেরল জ্যান্ত একটা মুরগির বাচ্চা!
ছত্তীসগঢ়ের বাসিন্দা বছর পঁয়ত্রিশের আনন্দ যাদব নামক এক ব্যক্তির দমবন্ধ হয়ে মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরাও মৃত বলে ঘোষণা করেন এবং ময়নাতদন্তের নির্দেশ দেন। অম্বিকাপুর মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত হয়। কিন্তু ময়নাতদন্ত শুরু হতেই স্তম্ভিত চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের সময় ওই ব্যক্তির গলার কাছে একটু কাটতেই দেখেন নলিতে কিছু একটা আটকে রয়েছে। কাটতেই দেখেন, ভিতরে জ্যন্ত মুরগির বাচ্চা আটকে। চিকিৎসকরা জানান, ২০ সেন্টিমিটার আয়তনের ওই মুরগির বাচ্চাটি এমনভাবে আটকে ছিল যে শ্বাসনালি ও খাদ্যনালি-উভয়ই বন্ধ হয়ে যায়। এর জন্যই দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।
ময়নাতদন্ত করা এক চিকিৎসক বলেন, “আমি আমার দীর্ঘ কেরিয়ারে ১৫ হাজার পোস্ট-মর্টেম করেছি, কিন্তু এমন ঘটনা কখনও দেখিনি।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি তন্ত্র-মন্ত্রে বিশ্বাস করতেন। দীর্ঘদিন ধরেই বাবা হওয়ার চেষ্টা করছিলেন। সম্ভবত কোনও তান্ত্রিক তাঁকে বলেছিল যে জ্যান্ত মুরগির বাচ্চা খেলে সন্তান হবে। সেই কারণেই এই কাণ্ড ঘটায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।