সিনেমা দেখে মানুষ যে কত কিছু করে বসে তার কোনও ঠিক-ঠাকানা নেই। নিজের পেট কেটে নিজের অস্ত্রোপচার করলেন নিজেই। ঘটনাটি ঘটিয়েছেন উত্তরপ্রদেশের বৃন্দাবনবাসী ৩২ বছরের যুবক রাজা বাবু। সুনরাখ গ্রামের বাসিন্দা রাজা বাবু বেশ কয়েকদিন ধরেই অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বারবার ডাক্তারের কাছে গেলেও মেলেনি সুফল। অবশেষে আপনা হাত জগন্নাথ ভেবেই লেগে পড়েন তিনি। নিজের পেটে নিজেই অস্ত্রোপচার করবেন বলে মনস্থির করেন।
যেমন ভাবনা তেমন কাজ। নিজের অপারেশন করতে যান রাজা। বাড়ির লোক হঠাৎই তাঁর চিৎকার শুনে দৌড়ে এসে দেখে এই কান্ড। পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাঁকে জেলা জয়েন্ট হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা সেখানে প্রাথমিক চিকিৎসা করে তবে, অবস্থা গুরুতর হওয়ায়, আগ্রা এসএন হাসপাতালে রেফার করে দেওয়া হয়।
রাজা বাবুর ভাগ্নে রাহুল জানান, দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তিনি। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও কোনও লাভ না হওয়ায় কাকা নিজেই অস্ত্রোপচারের আশ্রয় নেন।
রাজা বাবু প্রথমে ইউটিউবে পেটের অস্ত্রোপচার কী ভাবে হয় তা দেখেন। প্রয়োজনীয় জিনিসপত্রের একটি তালিকা তৈরি করেন এবং একটি মেডিকেল স্টোর থেকে সেলাইয়ের জন্য ব্লেড, অ্যানেস্থেসিয়া, সূঁচ এবং প্লাস্টিকের সুতো কিনে আনেন। প্রসঙ্গত, ১৮ বছর আগেই রাজা বাবুর অ্যাপেনডিক্সের অপারেশন হয়েছিল।
বুধবার, বাড়িতেই নিজের অস্ত্রোপচার শুরু করেন। প্রথমে, অ্যানেস্থেসিয়া দেন। ইনজেকশনের প্রভাবের কারণে কোনও ব্যথা অনুভব করতে পারেননি। এই অবস্থায়, নিজের পেট কাটেন তিনি। আবার ১১টা সেলাইও করেন। তবে, ধীরে ধীরে অ্যানেস্থেসিয়ার প্রভাব কাটতে শুরু করতেই যন্ত্রণায় চিৎকার করেন। চিৎকার শুনে বাড়ির লোকেরা ছুটে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান।