গুরুগ্রাম: অনলাইনে আইফোন ১৫ অর্ডার করেছিলেন। আর ডেলিভারি এসেছে এক খানা সাবান। সেটাও আবার আইফোনের বাক্সে মধ্যে। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বিদুর সিরোহী নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ডেলিভারি পাওয়ার সময় আনবক্সিং ভিডিয়ো করছিলেন। সেই সময়েই গোটা বিষয়টি ক্যামেরাবন্দি হয়। অনেক আশা করে এই আইফোন ১৫ অর্ডার করেছিলেন গুরুগ্রামের বাসিন্দা ওই যুবক। কিন্তু ডেলিভারির মুহূর্তেই একেবারে চক্ষু ছানাবড়া। কোথায় আইফোন! বাক্সের মধ্যে সুন্দরভাবে প্যাকেটে মুড়ে রাখা আছে সুগন্ধি সাবান। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।
ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিজের পোস্টে জানিয়েছেন, গত ১৬ নভেম্বর তিনি ফ্লিপকার্টে আইফোন ১৫ অর্ডার করেছিলেন। পরের দিনই, অর্থাৎ ১৭ নভেম্বর তাঁর ডেলিভারির কথা ছিল। কিন্তু সেদিন ডেলিভারি আসেনি। এরপর একাধিক বার তাঁর আইফোনের ডেলিভারি রিশিডিউল হওয়ার পর শেষে ২৬ নভেম্বর ডেলিভারি ম্যান তাঁর বাড়িতে আসে।
ফ্লিপকার্টের তরফে এখন মোবাইল ডেলিভারির সময় ওপেন বক্স ডেলিভারি পলিসি রয়েছে। অর্থাৎ, ডেলিভারির সময় ক্রেতার সামনে সেই প্রোডাক্ট আনবক্স করে দেখিয়ে দিতে পারেন ডেলিভার ম্যান। দিন দশেকের অপেক্ষার পর অবশেষে ডেলিভারি আসায় বিদুর সিরোহীর আনন্দের সীমা ছিল না। কিন্তু ডেলিভারি ম্যান যেই আইফোনের বাক্স খুললেন, সঙ্গে সঙ্গে সব আনন্দ শেষ।
এই অপ্রত্যাশিত ঘটনার পর শুধু বিদুরই হতাশ হননি, একইসঙ্গে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে অনলাইনে দামি জিনিসপত্রের কেনাকাটি ঘিরে। এমনকী এই ঘটনার পর ফ্লিপকার্টের থেকে বিশেষ কোনও সাহায্যও মেলেনি বলে অভিযোগ ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারীর।
এই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সপ্তাহ দুয়েক আগে ওই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি। আর এরপর থেকে ১০ লাখের বেশি ভিউ হয়ে গিয়েছে ওই ভিডিয়োয়। প্রচুর কমেন্টও এসেছে। অনেকে আবার কমেন্ট সেকশনে নিজেদের অনলাইন ডেলিভারির অভিজ্ঞতার কথাও জানিয়েছেন।