মুখেই কাকিমা বলত, ভিতরে সম্পর্ক ছিল অন্য! সোশ্য়াল মিডিয়াতেই ভাইরাল হয়ে গেল চরম ভিডিয়ো, তারপর…

Illicit Relation: ওই মহিলার স্বামী কর্মসূত্রে অনেক সময়ই বাড়ির বাইরে থাকতেন। আর সেই সুযোগই কাজে লাগাত তাঁর ভাইপো। বাইরেও বিভিন্ন জায়গায় তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল এবং নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিয়ো তুলে রেখেছিল।

মুখেই কাকিমা বলত, ভিতরে সম্পর্ক ছিল অন্য! সোশ্য়াল মিডিয়াতেই ভাইরাল হয়ে গেল চরম ভিডিয়ো, তারপর...
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Jun 08, 2025 | 2:05 PM

লখনউ: কাকা বাড়িতে থাকে না, সেই ফাঁকেই কাকিমার সঙ্গে বেড়ে উঠেছিল ঘনিষ্ঠতা। প্রথমে গল্প-আড্ডা, সেখান থেকেই তৈরি হয় অন্য সম্পর্ক। কখনও বাড়িতে, কখনও বাড়ির বাইরে তারা দেখা করছিলেন। এমন সম্পর্কে জড়িয়েছিলেন, যা সমাজের চোখে গ্রহণযোগ্য নয়। সোশ্যাল মিডিয়ায় তাদের ঘনিষ্ঠতার ভিডিয়ো ভাইরাল হতেই যা হল তারপর।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সন্ত কবিরনগরে। সেখানে এক যুবক তাঁর কাকিমা সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। কাকিমাও তার প্রস্তাব গ্রহণ করে। এরপর তারা শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ে। সুযোগ পেলেই যুবক কাকার বাড়িতে যেত এবং কাকিমার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা একান্ত সময় কাটাত।

জানা গিয়েছে, ওই মহিলার স্বামী কর্মসূত্রে অনেক সময়ই বাড়ির বাইরে থাকতেন। আর সেই সুযোগই কাজে লাগাত তাঁর ভাইপো। বাইরেও বিভিন্ন জায়গায় তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল এবং নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিয়ো তুলে রেখেছিল।

সম্প্রতিই ওই ভিডিয়ো কোনওভাবে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। গোটা গ্রামে ছিঃ ছিঃ পড়ে যায়। ওই ব্যক্তিকেও ডেকে দেখানো হয় তাঁর স্ত্রী ও ভাইপোর কীর্তি। এরপর তুমুল অশান্তি হয়। ওই ব্যক্তি তাঁর স্ত্রী ও ভাইপোকে একে-অপরের থেকে দূরে থাকতে বলেন। কিন্তু তারপরও তারা শোধরাননি। লুকিয়ে লুকিয়ে দেখা করতে থাকেন। এমনকী, তারা দুজনে মিলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে, স্ত্রীর কীর্তি জানতে পেরে ওই ব্যক্তি সিদ্ধান্ত নেন যে স্ত্রীকে ডিভোর্স দেবেন। ওই মহিলাও বিবাহ বিচ্ছেদে রাজি।  তিনি এখন ভাইপোকে বিয়ে করতে চান।