Live-in Relationships: ‘প্রেমিকের সঙ্গে লিভ ইন করতে চাই’, স্বামীর কাছে আর্জি যুবতী স্ত্রীর

Dec 27, 2023 | 8:26 PM

বৈবাহিক সম্পর্কের যতই অবনতি হোক অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর শারীরিক সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি স্বামী। সে কথা শোনার পরই স্ত্রীর সঙ্গে ঝগড়া বাঁধে তাঁর। এর পরই স্ত্রীর উপর হামলা করেন তিনি। হাতুড়ি দিয়ে মারতে থাকেন স্ত্রীকে। এর জেরে মৃত্যু হয়েছে ২৮ বছরের ওই যুবতীর। রবিবার ঘটনাটি ঘটেছে কেরলের চেমবারাকিতে।

Live-in Relationships: প্রেমিকের সঙ্গে লিভ ইন করতে চাই, স্বামীর কাছে আর্জি যুবতী স্ত্রীর
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কোচি: ২৮ বছরের এক যুবতীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্কের অবনতি হয়েছিল। একই বাড়িতে থাকলেও স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছিলেন ওই যুবতী। কিন্তু তাঁর স্বামী বিবাহ বিচ্ছেদ চাইছিলেন না। এর মধ্যে অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবতীর। স্বামীকে ছেড়ে নিজের প্রেমিকের সঙ্গে লিভ ইন করার পরিকল্পনা করেছিলেন ওই যুবতী। সে কথা সম্প্রতি জানান স্বামীকে। তার পরই ঘটে গিয়েছে বিপত্তি।

বৈবাহিক সম্পর্কের যতই অবনতি হোক অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর শারীরিক সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি স্বামী। সে কথা শোনার পরই স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধে তাঁর। এর পরই স্ত্রীর উপর হামলা করেন তিনি। হাতুড়ি দিয়ে মারতে থাকেন স্ত্রীকে। এর জেরে মৃত্যু হয়েছে ২৮ বছরের ওই যুবতীর। রবিবার ঘটনাটি ঘটেছে কেরলের চেমবারাকিতে।

ঘটনা নিয়ে এক পুলিশ অফিসার বলেছেন, “গত কয়েক মাস ধরেই ওই দম্পতির মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। যুবতী ডিভোর্স দিতে চেয়েছিলেন। কিন্তু অভিযুক্ত স্বামী রাজি ছিলেন না। স্ত্রীর সম্প্রতি অন্য এক যুবকের সঙ্গে প্রেমে করছিলেন। তাঁর সঙ্গে থাকার সিন্ধান্ত নিতেই এই ঘটনা ঘটেছে।” অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Next Article