Gujrat: মাত্র ৫ বছরের ফুটফুটে মেয়ে, তন্ত্র সাধনার নামে তাঁকেই তুলে নিয়ে গিয়ে…
Gujrat: জানা যায় বাড়ির সামনে খেলছিল বাচ্চা মেয়েটি। এদিকে গ্রামে তন্ত্র সাধনা করার জন্য প্রসিদ্ধ লালু। সবার কাছে ভুবা বলে পরিচিত। চারপাশ ফাকা দেখেই নিজের ডেরায় শিশুটিকে তুলে নিয়ে যায় ভুবা।

অন্ধ বিশ্বাস আর কুসংস্কারের বলি আরও এক। গুজরাটের পানাজ গ্রামের বদেলি তালুকায় তন্ত্র সাধনার নাম করে কুঠার দিয়ে গলা কেটে দিল মাত্র ৫ বছরের ছোট শিশুর।
পানাজা গ্রামের বদেলি তালুকায় বাড়ির সামনেই খেলছিল ৫ বছরের ছোট বাচ্চা মেয়েটা। কে জানত সেটাই শেষ খেলা হয়ে দাঁড়াবে তার! বাচ্চা মেয়েটির সামনের বাড়িতেই থাকেন লালু তড়ভি। তন্ত্র সাধনা করার নামে পাঁচ বছরের ছোট শিশুটিকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেন সেই লালু।
জানা যায় বাড়ির সামনে খেলছিল বাচ্চা মেয়েটি। এদিকে গ্রামে তন্ত্র সাধনা করার জন্য প্রসিদ্ধ লালু। সবার কাছে ভুবা বলে পরিচিত। চারপাশ ফাকা দেখেই নিজের ডেরায় শিশুটিকে তুলে নিয়ে যায় ভুবা। তন্ত্র সাধনা করার জন্য কুঠার দিয়ে মেয়েটির গলা কেটে হত্যা করে ভুবা। সূত্রের খবর হত্যা করার পরে মেয়েটিকে নিজের বাড়ির মধ্যে তৈরি মন্দিরে নিয়ে গিয়ে ভগবানের সামনে উৎসর্গ করেন ভুবা।
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই আরও একটি বাচ্চা মেয়েকে বলি দেওয়ার জন্য অপহরণ করেন ভুবা। কিন্তু সৌভাগ্যবশত তা চোখে পড়ে যায় গ্রামবাসীর। তাঁরাই ছুটে এসে ওই মেয়েটির প্রাণ বাঁচান। পুলিশকেও খবর দেওয়া হয়।
লালু তড়ভিকে গ্রেফতার করে পুলিশ। প্রথম শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে ভয়ের আবহ তৈরি হয়েছে গোটা গ্রামে। প্রশাসন লালুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে। কুসংস্কার এবং অন্ধবিশ্বাস কোন বড় বিপদ ডেকে আনতে পারে এই ঘটনা তারই আরও একটা জ্বলজ্যান্ত উদাহরণ।





