কষা পাঠার মাংস রাঁধতে চায়নি স্ত্রী, তাই…পাড়ার রগচটা ছেলের এই কীর্তিতে স্তম্ভিত প্রতিবেশীরাও

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 13, 2025 | 1:59 PM

Murder: মঙ্গলবার রাতে কাজ থেকে ফিরেই অভিযুক্ত স্বামী তাঁর স্ত্রীকে বলেছিলেন, মাটন খেতে ইচ্ছা করছে। কষা মাটন রান্না করতে। কিন্তু স্ত্রী মুখের উপরে বলে দেন যে রান্না করতে পারব না।

কষা পাঠার মাংস রাঁধতে চায়নি স্ত্রী, তাই...পাড়ার রগচটা ছেলের এই কীর্তিতে স্তম্ভিত প্রতিবেশীরাও
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

হায়দরাবাদ: শখ হয়েছিল কষা পাঠার মাংস খাবেন। স্ত্রীর কাছে এসে আবদার জানিয়েছিলেন, কিন্তু কোনও কথা না শুনেই মুখের উপরে না করে দিয়েছিল স্ত্রী। ব্যাস, রক্ত চড়ে গেল মাথায়। স্ত্রীর সঙ্গে শুরু হল বচসা, সেখান থেকে হাতাহাতি। এমন মার মারলেন স্ত্রীকে, যে তাঁর মৃত্যু হল।

নৃশংস ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মাহাবুবাবাদ জেলায়। স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন স্বামী। এতটাই নৃশংস পর্যায়ে পৌছেছিল গার্হস্থ্য হিংসা যে বাড়িতেই যুবতীর মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত যুবতীর নাম মালোথ কলাবতী (৩৫)।

মঙ্গলবার রাতে কাজ থেকে ফিরেই অভিযুক্ত স্বামী তাঁর স্ত্রীকে বলেছিলেন, মাটন খেতে ইচ্ছা করছে। কষা মাটন রান্না করতে। কিন্তু স্ত্রী মুখের উপরে বলে দেন যে রান্না করতে পারব না। এই কথা শুনেই অশান্তি শুরু হয়। কথা কাটাকাটি থেকে হাতাহাতি লেগে যায়। ওই সময়ই স্বামী লাঠি দিয়ে স্ত্রীকে মারধর করেন। স্ত্রী মাটিতে লুটিয়ে পড়তেই বাড়ি ছেড়ে পালিয়ে যান স্বামী।

প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। যুবতীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।