শেষে কি না শ্রুতির সঙ্গে প্রেম করছেন অভিষেক! জিমের ছবি ভাইরাল হতেই হইচই

Dec 01, 2024 | 12:05 AM

Maharastra: সম্প্রতি সোহম নামে এক ব্যক্তি তাঁর 'এক্স' হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, এক যুবক পুনের একটি নামী জিমকে স্রেফ 'ওয়ান স্টার' রেটিং দিয়েছেন। কিন্তু এতে অবাক হওয়ার কী আছে? এমন তো বহু লোকেই করে থাকেন। তবে স্ক্রিনশটটি ভাল করে পড়লে হাসি চাপতে পারবেন না আপনিও।

শেষে কি না শ্রুতির সঙ্গে প্রেম করছেন অভিষেক! জিমের ছবি ভাইরাল হতেই হইচই
Image Credit source: Story Blocks

Follow Us

জিমে গিয়ে এক যুবক খুইয়েছেন নিজের প্রোটিন সেক এবং প্রেমিকা, উভয়ই! আপাতত তার দেওয়া সেই ভাইরাল স্ক্রিনশট ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির রোল উঠেছে। রাগে অগ্নিশর্মা হয়ে সেই যুবক ভরা সোশ্যাল সমাজে বিষয়টি তুলে ধরেছেন তো বটেই, উল্টে জিমটিকে সরাসরি ‘ওয়ান স্টার’ রেটিং দিয়েছেন।
তাজ্জব করার এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে।

সম্প্রতি সোহম নামে এক ব্যক্তি তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, এক যুবক পুনের একটি নামী জিমকে স্রেফ ‘ওয়ান স্টার’ রেটিং দিয়েছেন। কিন্তু এতে অবাক হওয়ার কী আছে? এমন তো বহু লোকেই করে থাকেন। তবে স্ক্রিনশটটি ভাল করে পড়লে হাসি চাপতে পারবেন না আপনিও।

জিমকে ওয়ান স্টার রেটিং দেওয়া যুবক লিখছেন, ওই জিমে তিনি প্রেমিকাকে নিয়ে ভর্তি হয়েছিলেন। এখন সেই জিম থেকেই ‘ভাগলবা’ হয়েছে প্রেমিকা। কীভাবে? ওই ইউজার স্বয়ং উত্তর দিয়েছেন। তিনি বলছেন, ‘কয়েক মাস আগে সেখানে আমি আমার প্রেমিকাকে সঙ্গে নিয়ে ভর্তি হয়েছিলাম। জায়গাটি ভাল। সেখানকার মানুষজনও ভাল। কিন্তু ‘ওয়ান স্টার’ রেটিং দেওয়ার কারণ আমার প্রেমিকা শ্রুতি সেখানে ভর্তি হওয়ার পর আমার সঙ্গে প্রতারণা করেছে। আমাকে ছেড়ে দিয়ে অভিষেক নামে ওই জিমের এক যুবকের সঙ্গে এখন তার ভাব হয়েছে। অথচ এই অভিষেককে আমি আমার নিজের প্রোটিন সেক পর্যন্ত দিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম তারা ভাল বন্ধু হয়েছে। পরে জানতে পারি অভিষেক আমার থেকে আমার প্রেমিকাকে চুরি করেছে। এখন আমার প্রেমিকা আমায় ছেড়ে ওই যুবকের সঙ্গেই জিম করছে। আর আমি একা।’

‘ওয়ান স্টার’ রেটিং দেওয়ার বিষয়টি আলোর গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল সমাজে। দেখা যাচ্ছে, বৃহস্পতিবার সোহম নামে এক যুবক সেই স্ক্রিনশট শেয়ার করেছে ‘এক্স’ হ্যান্ডেলে। তারপর থেকে এই পোস্ট ১২ লক্ষ ভিউ, ২৪ হাজার লাইক হয়ে গিয়েছে। রীতিমতো ভিড় উপচে পড়ছে, কমেন্ট সেকশনে।। ভাবা যায়! পৃথিবীতে মানুষের কত রকমই না দুঃখ থাকে।

Next Article