Child Death: আবার নীল ড্রাম! উপুড় হয়ে ভাসছে ৪ মাসের শিশুপুত্রের দেহ, ঘরে আরও ভয়ঙ্কর দৃশ্য

Crime News: শনিবার পুলিশ বাড়ি থেকেই ওই শিশু ও তাঁর বাবার দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, অমল সোনাভানে নামক ওই ব্যক্তিই নিজের ৪ মাসের সন্তানকে জলের ড্রামে ফেলে মেরে ফেলেছেন। পুলিশ যখন যায়, তখন ড্রামের মধ্যে গোলাপি টি-শার্ট ও ডায়পার পরা শিশুটির দেহ উপুড় হয়ে ভাসছিল।

Child Death: আবার নীল ড্রাম! উপুড় হয়ে ভাসছে ৪ মাসের শিশুপুত্রের দেহ, ঘরে আরও ভয়ঙ্কর দৃশ্য
প্রতীকী চিত্র।Image Credit source: X

|

Oct 05, 2025 | 7:53 AM

মুম্বই: আবার সেই নীল ড্রাম! এবার স্বামীর দেহ নয়, পাওয়া গেল শিশুর দেহ। ৪ মাসের শিশুপুত্রের দেহ উদ্ধার হল জলে অর্ধেক ভর্তি নীল ড্রামের ভিতর থেকে। অভিযোগ, ওই শিশুকে খুন করেছে তাঁর বাবা। সন্তানকে হত্যার পর তিনি নিজেও আত্মহত্যা করে নেন।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বীড় জেলায় তালওয়াদা গ্রামে। শনিবার পুলিশ বাড়ি থেকেই ওই শিশু ও তাঁর বাবার দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, অমল সোনাভানে নামক ওই ব্যক্তিই নিজের ৪ মাসের সন্তানকে জলের ড্রামে ফেলে মেরে ফেলেছেন। পুলিশ যখন যায়, তখন ড্রামের মধ্যে গোলাপি টি-শার্ট ও ডায়পার পরা শিশুটির দেহ উপুড় হয়ে ভাসছিল। এরপর ঘর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দিন কয়েক আগেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ হয়, এরপর দু’জনেই আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ সঠিক সময়ে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত বৃহস্পতিবারই তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল। বাড়ি ফেরার পরও কেন ওই ব্যক্তি এমন পদক্ষেপ করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। শিশু ও তাঁর বাবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।