AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হায় রে নিয়তি! স্ত্রীর দেখভালের জন্য স্বেচ্ছাবসর নিচ্ছিলেন, অবসরের অনুষ্ঠানেই লুটিয়ে পড়লেন স্ত্রী!

Viral: দেবেন্দ্রকে বিদায় জানানোর জন্য অফিস থেকে ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়। সেখানে তাঁর স্ত্রীও আমন্ত্রিত ছিলেন। তাদের মালা, ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠান শুরু হতেই লুটিয়ে পড়েন স্ত্রী।

হায় রে নিয়তি! স্ত্রীর দেখভালের জন্য স্বেচ্ছাবসর নিচ্ছিলেন, অবসরের অনুষ্ঠানেই লুটিয়ে পড়লেন স্ত্রী!
অবসর গ্রহণের অনুষ্ঠানেই মৃত্যু স্ত্রীর।Image Credit: X
| Updated on: Dec 26, 2024 | 11:30 AM
Share

জয়পুর: স্ত্রীর শরীর খারাপ। অফিসের ব্যস্ততার জন্য ঠিকভাবে দেখভাল করার সুযোগ পান না। সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই অবসর নেওয়ার। কিন্তু সেই সেবা-শুশ্রষা করার সুযোগটুকুও পেলেন না। অবসর গ্রহণের অনুষ্ঠানের দিনই মৃত্যু হল স্ত্রীর।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। দেবেন্দ্র সন্দল নামক ওই ব্যক্তি একটি ওয়ারহাউসে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী দীপিকার স্বাস্থ্য খারাপ ছিল। সেই কারণে তিনি কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই স্বেচ্ছাবসর নেন। জানিয়েছিলেন, স্ত্রীর দেখভাল করার জন্যই স্বেচ্ছাবসর নিচ্ছেন।

দেবেন্দ্রকে বিদায় জানানোর জন্য অফিস থেকে ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়। সেখানে তাঁর স্ত্রীও আমন্ত্রিত ছিলেন। তাদের মালা, ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠান সবে শুরু হচ্ছে, সেই সময়ই হঠাৎ ওই ব্যক্তির স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে কোনওরকমে ধরাধরি করে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।