Manipur Unrest: মণিপুরে দুই মেইতেই ছাত্রের হত্যায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করল CBI

Manipur Unrest: ৬ জুলাই ইম্ফল পশ্চিম জেলা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ১৭ বছরের হিজাম লিন্থোইঙ্গাম্বি এবং ২০ বছরের ফিজাম হেমজিত। দীর্ঘদিন ধরে হিংসা-ধ্বস্ত মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। সম্প্রতি, ইন্টারনেট পরিষেবা ফের চালু করা হয়েছিল। এরপর, গত সপ্তাহে ওই দুই ছাত্রের মৃতদেহের বেশ কয়েকটি ছবি প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়।

Manipur Unrest: মণিপুরে দুই মেইতেই ছাত্রের হত্যায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করল CBI
দুই ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইম্ফলে Image Credit source: PTI

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 01, 2023 | 7:30 PM

ইম্ফল: মেইতেই সম্প্রদায়ের দুই ছাত্রের হত্যাকে কেন্দ্র করে গত সপ্তাহে ফের তীব্র অশান্তি ছড়িয়েছিল মণিপুরের অম্ফল উপত্যকায়। গত জুনে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই দুই ছাত্র। দুদিন পর তাঁদের ক্ষতবিক্ষত মৃতদেহ মিলেছিল। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছিল সেই ছবি। যার জেরে নতুন করে আগুন জ্বলে উঠেছিল উত্তর পূর্বের রাজ্যে। রবিবার (১ অক্টোবর), এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করল সিবিআই। তাদের মধ্যে দুজন মহিলা। সন্দেহভাজনদের নাম পাওমিনলুন হাওকিপ, এস মালসাউন হাওকিপ, লাইংনিইচং বাইতে, তিননেইখোল, কিমনাইগেম এবং তিন্নুফিং। এদিন, কুক অধ্যুষিত চুরাচাঁদপুর থেকে তাদের গ্রেফতার ও আটক করা হয়। সূত্রের খবর, গ্রেফতার হওয়া চারজনকে আরও তদন্তের জন্য গুয়াহাটিতে উড়িয়ে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

৬ জুলাই ইম্ফল পশ্চিম জেলা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ১৭ বছরের হিজাম লিন্থোইঙ্গাম্বি এবং ২০ বছরের ফিজাম হেমজিত। দীর্ঘদিন ধরে হিংসা-ধ্বস্ত মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। সম্প্রতি, ইন্টারনেট পরিষেবা ফের চালু করা হয়েছিল। এরপর, গত সপ্তাহে ওই দুই ছাত্রের মৃতদেহের বেশ কয়েকটি ছবি প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ওই ছবিগুলির মধ্যে একটিতে ওই দুই ছাত্রকে কোনও এক জঙ্গলে মাটিতে বসে থাকতে দেখা গিয়েছিল। তাদের পিছনে দুজন সশস্ত্র লোক ছিল। অন্য এক ছবিতে দেখা গিয়েছে, গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে তাদের দেহ। সূত্রের খবর, ছবিগুলি তোলা হয়েছিল তারা নিখোঁজ হওয়ার দুই দিন, ৮ জুলাই। ওই দিনই তাদের হত্যা করা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের।


ছবিগুলি ভাইরাল হতেই, ইম্ফল পশ্চিম জেলায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যার জেরে ইম্ফলে ফের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ২৭ সেপ্টেম্বর, মেইতেই সম্প্রদায়ের শয়ে শয়ে ছাত্র রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে গিয়েছিল। ১২০ জনেরও বেশি ছাত্র আহত হন ওইদিন। জনতাকে ছত্রভঙ্গ করতে, কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের শেল এবং স্মোক বম্বের পাশাপাশি ছররা গুলি চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিন সিবিআই চারজনকে গ্রেফতার এবং দুজনকে আটক করার পর, রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “তারা যে জঘন্য অপরাধ করেছে, তার জন্য তাদের মৃত্যুদণ্ড-সহ কঠোর শাস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।”