মণিপুর: বিবস্ত্র করে দুই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এবার সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ওই ঘটনায় মোট ৫জনকে গ্রেফতার করা হল। ধৃতের নাম ইউমলেমবাস নাংসিথোই মেটেই।
চলতি বছরের মে মাস থেকেই চরম অশান্তি চলছে মণিপুরে। গত বুধবার ওই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ে প্রশাসনের। জানা গিয়েছে, গত ৪ মে মণিপুরের কাংপোকপি জেলায় এই ঘটনাটি ঘটেছিল।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে হেরোদাস নামে ৩২ বছর বয়সী যুবককে দেখা গিয়েছিল। তাঁর পরণে ছিল সবুজ রঙের টি-শার্ট। হেরোদাসকে গ্রেফতার করার কয়েক ঘণ্টা পর এদিন সন্ধ্যায় ওই ভিডিয়োর প্রেক্ষিতে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানিয়েছেন, মহিলাদের বিবস্ত্র করে নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্তরা কেউ ছাড় পাবে না। অভিযুক্তদের খোঁজে জারি রয়েছে তল্লাশি। জায়গায় জায়গায় অভিযান চলছে। অন্যদিকে, রাজ্যবাসীর কাছে মহিলাদের সম্মানরক্ষার আর্জি জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বোন বা দিদিদের বিরুদ্ধে এটাই যে শেষ অপরাধ হয়।”
অশান্তি যাতে আর না বাড়ে, সে কারণে বারবার বার্তা দেওয়া হচ্ছে পুলিশ ও প্রশাসনের তরফে। কোনও গুজব যাতে না ছড়ায়, সে জন্য পুলিশের তরফ থেকে রাজ্যবাসীর কাছে আবেদন জানানো হয়েছে।