Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manish Sisodia: অন্তর্বর্তী জামিন পেলেন মণীশ সিসোদিয়া

Manish Sisodia: অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার জন্যই অন্তর্বর্তী জামিন পেলেন মণীশ সিসোদিয়া। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত।

Manish Sisodia: অন্তর্বর্তী জামিন পেলেন মণীশ সিসোদিয়া
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2023 | 5:40 PM

নয়া দিল্লি: অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন মণীশ সিসোদিয়া। অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার জন্যই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী জামিন দিল দিল্লি হাইকোর্ট। আগামী কাল, ৩ জুন জেল হেফাজতে থাকাকালীন সময়ের মধ্যেই সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, ৭ ঘণ্টা তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। তবে এই সময়ের মধ্যে মণীশ সিসোদিয়া মোবাইল, ট্যাব সহ কোনও গ্যাজেট ব্যবহার করতে পারবেন না, ইন্টারনেটে সংযোগ করতে পারবেন না, এমনকি সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারবেন না বলেও আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, মণীশ সিসোদিয়ার স্ত্রী ব্রেন এবং নার্ভের জটিল রোগে ভুগছেন। তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। তাঁর সেই আবেদনের প্রেক্ষিতেই মণীশ সিসোদিয়াকে আগামী কাল ৭ ঘণ্টার জন্য অন্তর্বর্তী জামিন দিল দিল্লি হাইকোর্ট। অর্থাৎ ৩ জুন, শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মণীশ সিসোদিয়াকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত মণীশ সিসোদিয়া দিন তিনেক আগে, গত সোমবার আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু, তাঁর বিরুদ্ধে আবেদন গুরুতর বলে আদালত জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপর তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় অন্তর্বর্তী জামিনের আবেদন জানান আপ নেতা। তাঁর সেই আবেদন অবশেষে মঞ্জুর করল দিল্লি হাই কোর্ট। এর আগে চলতি মাসের গোড়ায় মণীশ সিসোদিয়াকে জেল থেকে ভিডিয়ো কনফারেন্সে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছিল আদালত। একদিন অন্তর এক ঘণ্টা করে ভিডিয়ো কনফারেন্সে স্ত্রীর সঙ্গে মণীশ সিসোদিয়র সাক্ষাৎ করার ব্যবস্থা করার জন্য তিহাড় জেলের সুপারকে নির্দেশও দিয়েছিলেন তিনি।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২৬ ফেব্রুয়ারি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন মণীশ সিসোদিয়া। তারপর গত ৯ মার্চ ইডি তাঁকে গ্রেফতার করে এবং তিহাড় জেলেই তাঁকে প্রায় একঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।