Delhi Election Result: হল না শেষ রক্ষা! কান ঘেঁষে বেরিয়ে গেল জয়, বিজেপির কাছে ‘মাথা নত’ সিসৌদিয়ার

Delhi Election Result: হার হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীও। এদিন দিল্লি জংপুরা বিধানসভা কেন্দ্র থেকে হার হয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার।

Delhi Election Result: হল না শেষ রক্ষা! কান ঘেঁষে বেরিয়ে গেল জয়, বিজেপির কাছে মাথা নত সিসৌদিয়ার
দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীImage Credit source: PTI

|

Feb 08, 2025 | 1:30 PM

নয়াদিল্লি: দিল্লির নির্বাচনে এবার জোড়া ইন্দ্রপতন। হেরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী উভয়েই। এদিন নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীর কাছে হেরে যান আপ আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল। সেই কেন্দ্রে পদ্মের প্রার্থী ছিলেন পরবেশ বর্মা। ৩১৮২ ভোটেই তাঁর কাছে মাথা নত করতে হয় কেজরীবালকে।

অন্যদিকে, হার হয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীও। এদিন দিল্লি জংপুরা বিধানসভা কেন্দ্র থেকে হার হয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার। বিজেপি প্রার্থী তরবিন্দর সিংহের কাছে মোট ৬০০-ভোটের ব্যবধানে মাথা নত করতে হয় তাঁকে।

তবে এত বড় হারের পরও যেন ভেঙে পড়েননি দিল্লির অন্যতম আপ নেতা। ভোটের হারের পর তাঁর দাবি, ‘আপের প্রতিটা কর্মীই এই নির্বাচনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার ফলাফলও আমরা হাতেনাতে পেয়েছি। মাত্র ৬০০ ভোটের জন্য জংপুরা হাতছাড়া হয়েছে আমাদের।’

এরপর জয়ী বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘জয়ী প্রার্থীকে অনেক শুভেচ্ছা জানাই। আশা করি জংপুরা কেন্দ্রের সাধারণ নাগরিকের বিপদে-আপদে তাঁকে সব সময়ই পাওয়া যাবে।’

উল্লেখ্য, এদিন ২২ আসনের ব্যবধানে হার হয়েছে আপের। ২৭ বছর পর দিল্লির আসন গিয়েছে বিজেপির জিম্মায়। মোট ৪৬ আসনে রাজধানীতে ফের নিজেদের দূর্গ তৈরি করেছে পদ্ম শিবির।