মুম্বই: বড় বড় রাজনৈতিক দলের মাঝেও বিশেষ নজর ছিল তাঁর উপর। হঠাতই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মারাঠা সমাজকর্মী মনোজ জারাঙ্গে পাটিল। সোমবার তিনি সাংবাদিক বৈঠক করে বলেন যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে অংশ নেবেন না। নিজের দলের প্রার্থীদের মনোনয়ন তুলে নিতে বলেন তিনি।
মারাঠা সংরক্ষণ নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস আন্দোলন চালিয়েছেন মনোজ জারাঙ্গে পাটিল। এই ইস্যু নিয়েই এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনেও লড়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ভোটের আগেই হঠাৎ সিদ্ধান্ত বদল। এ দিন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, বিধানসভা নির্বাচনে লড়বেন না তিনি। দলের প্রার্থীদেরও মনোনয়ন প্রত্য়াহার করে নিতে বলেন।
এ দিন মনোজ জারাঙ্গে পাটিল বলেন, “আমরা শুধুমাত্র মারাঠা ইস্যু নিয়ে নির্বাচনে লড়তে পারব না। এক জাতির দাবি নিয়ে নির্বাচনে লড়ে কি লোক হাসাব? আমরা পিছিয়ে পড়া সম্প্রদায় নই। এটা গেরিলা যুদ্ধ।”
প্রসঙ্গত, আজই মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ।
গত ৬ অগস্ট মনোজ জারাঙ্গে পাটিল জানিয়েছিলেন যে মারাঠা সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। মারাঠা সংরক্ষণ আদায়ের জন্য নির্বাচনে অংশ নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। সেই সময় নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসও দেখিয়েছিলেন তিনি।
মারাঠা সংরক্ষণের দাবি দীর্ঘদিনের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মহারাষ্ট্র বিধানসভায় মারাঠা সংরক্ষণ বিল পাশ হয়, যেখানে শিক্ষা ও সরকারি চাকরিতে মারাঠাদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করা হয়। তবে জারাঙ্গের দাবি ছিল, ওবিসি শ্রেণির অন্তর্ভুক্ত করতে হবে এবং সংরক্ষণের হার আরও বাড়াতে হবে। এই দাবিতে একাধিকবার অনশনে বসেছেন মনোজ জারাঙ্গে পাটিল। শেষবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের আশ্বাসে অনশন তুলে নিয়েছিলেন মনোজ জারাঙ্গে।
আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। ভোটের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর।