কর্নাটকের লেখক-বুদ্ধিজীবীদের কাছে আসছে হুমকি চিঠি

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 17, 2023 | 5:36 PM

প্রফেসর কে মালাসিদাপ্পা, প্রফেসর এসজি সিদ্দারামাইয়া, বাঞ্জাগেরে জয়প্রকাশ, বসুন্ধরা ভূপতি, কুম বীরভদ্রাপ্পার মতো ১৫ জনকে হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কর্নাটকের লেখক-বুদ্ধিজীবীদের কাছে আসছে হুমকি চিঠি
হুমকি চিঠি নিয়ে প্রশাসনের দ্বারস্থ লেখকরা।

Follow Us

বেঙ্গালুরু: প্রফেসর কালবুর্গি এবং লেখক গৌরি লঙ্কেশের মৃত্যুর ঘটনায় বছর খানেক আগে উত্তাল হয়েছিল কর্নাটকে। ফের সে রাজ্যের একাধিক লেখক, বুদ্ধিজীবীকে চিঠিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ১৫ জনেরও বেশি জনকে গত এক বছর ধরেই এ রকম হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সাম্প্রদায়িকতা, জাতিবিদ্বেষের বিষয়ে সরব হওয়াতেই এই হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি লেখকদের। বিষয়টি নিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়েছেন ওই লেখকরা। এমনকি হুমকি চিঠির বিষয়ে কর্নাটক সরকারের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

প্রফেসর কে মালাসিদাপ্পা, প্রফেসর এসজি সিদ্দারামাইয়া, বাঞ্জাগেরে জয়প্রকাশ, বসুন্ধরা ভূপতি, কুম বীরভদ্রাপ্পার মতো ১৫ জনকে হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওই লেখকরা কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরকে একটি চিঠিও লিখেছেন। সেই চিঠিতে যথাযোগ্য পদক্ষেপ করার জন্য আর্জি জানানো হয়েছে চিঠিতে।

এই ঘটনা নিয়ে সাহিত্যিক কে বান্দসিদাপ্পা বলেছেন, ”যখন সাম্প্রদায়িকতা, জাতিভেদ নিয়ে কথা বলেছিলাম, তখন এই ধরনের হুমকি চিঠি আসে। ১৫ জনেরও বেশি জন এই ধরনের চিঠি পেয়েছে। কালবুর্গি ও গৌরি লঙ্কেশের মতো পরিণতির কথা বলা হয়েছে ওই চিঠিতে। সে জন্যই আমরা সরকারের নজরে এনেছি ওই চিঠি। সরকার পরিবর্তনের পরও এই ধরনের দুটি চিঠি দেওয়া হয়েছে। এই কাজের পিছনে একটি গোষ্ঠী রয়েছে। কালবুর্গি এবং গৌরি লঙ্কেশের হত্যাকারীরাও এর পিছনে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত করে কঠোর পদক্ষেপ করা দরকার। এই শনিবার আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব। আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাব তাঁকে।”

Next Article