
মুম্বই: অভিনেত্রীর গাড়ির নীচে চাপা পড়ে মৃত্য়ু শ্রমিকের। রাস্তার ধারে চলছিল মেট্রোর কাজ। নামকরা এক অভিনেত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এসে সেখানে ধাক্কা মারে। সেই সময় কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। গাড়ির নীচে চাপা পড়েন দুইজন। মারা যান একজন। গুরুতর আহত আরও একজন।
দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কান্দিভালিতে। জানা গিয়েছে, শুক্রবার রাতে শুটিং সেরে ফিরছিলেন মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারি। গাড়ি চালাচ্ছিলেন তাঁর চালক। পয়সার মেট্রো স্টেশনের কাছে মেট্রোর কাজ চলছিল। হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারায়। মেট্রোর নির্মাণকাজ চলছিল যেখানে, সেখানে গিয়ে ধাক্কা মারে গাড়িটি।
গাড়িটি দুই শ্রমিককে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক শ্রমিক। জানা গিয়েছে, ওই অভিনেত্রী ও তাঁর গাড়ির চালকও অল্প আহত হয়েছেন।
সূত্রের খবর, দ্রুতগতিতে আসছিল গাড়িটি। চালকের গাফিলতিতেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ওই অভিনেত্রীও গুরুতর আহত হতেন, সঠিক সময়ে এয়ারব্যাগ খুলে যাওয়ায় রক্ষা পান তিনি। চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।